রাকিবুল আউয়াল পাপুল, শেরপুর :
প্রথমবারের মতো আয়োজিত শেরপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৩টায় শেরপুর শহিদ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে শেরপুর পৌরসভা একাদশ ও নকলা উপজেলা একাদশ। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সাহেলা আক্তার খেলায় সভাপতিত্ব করেন।
খেলাশেষে পুরস্কার বিতরণকালে অনলাইনে বক্তব্য রাখেন জাতীয় সংসদের উপনেতা মেগম মতিয়া চৌধুরী এমপি। নির্ধারিত সময়ে খেলার ফলাফল ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারেও ১১-১১ গোলে ফলাফল অমীমাংসিত থাকে। সবশেষে সাডেন ডেথে ফলাফল নির্ধারিত হয়। এতে শেরপুর পৌরসভা একাদশের গোলরক্ষক প্রথম শট প্রতিহত করায় শেরপুর পৌরসভা একাদশ জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়।
খেলাটি দেখতে মাঠে ছিল উপচে পড়া ভিড়। হাজার হাজার ক্রীড়ামোদী দর্শকের স্বতঃস্ফূর্ত উল্লাসের মুখরিত ছিল শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামের ২৫ হাজার দর্শকের গ্যালারি।
শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হুইপ আতিউর রহমান আতিক এমপি সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাশেষে পুরস্কার বিতরণ করেন। জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভার মোট ৮টি ফুটবল দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে বিশেষ অতিথিদের মধ্যে পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন ছানু, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০