রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর প্রতিনিধিঃ
শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ৭ জুন বিকেল ৩টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করা হয়েছে।
সদর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে সদর উপজেলা নির্বাহী অফিসার ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মেহনাজ ফেরদৌস-এর সভাপতিত্বে শেরপুর সরকারি কলেজ মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুর রশীদ, সদর উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আশরাফুল আলম মিজান, শেরপুর প্রেসক্লাব সভাপতি ও সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. শরিফুর রহমান।
এসময় সদর উপজেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. মেরাজ উদ্দিন, কামারের চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, শেরপুর রেড ক্রিসেন্ট সোসাইটির উপ-পরিচালক মো. হায়দার আলী, বলাইয়ের চর ইউনিয়ন পরিষদ মো. মনিরুল আলম মনিসহ ফুটবল প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে কামারেরচর ইউনিয়ন পরিষদ একাদশ ৪-১ গোলে বলাইয়ের চর ইউনিয়ন পরিষদ একাদশকে পরাজিত করেন।