মুহা. ইকবাল আজাদ ,ঢাকা।
যুবা ক্রিকেটারদের আগামী দুই বছরের জন্য মাসিক লাখ টাকা করে দিতে যাচ্ছে বিসিবি। বুধবার প্রেস কনফারেন্সে এর ঘোষণা দেন বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী যুবা ক্রিকেটারদের আগামী দুই বছর বিসিবির তত্ত্বাবধানে প্রশিক্ষণের ব্যবস্থা করবেনও বলেও ঘোষণা দেন তিনি।
বুধবার (ফেব্রুয়ারি ১২) বিকেলে ৫টার দিকে বাংলাদেশে এসে পৌঁছান বিজয়ী টাইগাররা। বিসিবির তত্ত্বাবধানে বিমানবন্দরেই ফুলেল শুভেচ্ছা জানানো হয় জুনিয়রদের। এরপর লাল সবুজে মোড়ানো রঙিন বাসে তাদের নিয়ে আসা হয় বিসিবি একাডেমিতে। সেখানে লাল গালিচা সংবর্ধনাও দেওয়া হয়।
বিশ্বকাপ জয়ী যুবাদের দেখতে মিরপুরের মাটিতে ছিলো ক্রিকেটপ্রেমীদের জনস্রোত। মাঠের গ্যালারির দর্শক দেখলে মনে হবে কোন ক্রিকেট ম্যাচ চলছে। যুবাদের এক নজর দেখতে ভিড় জমিয়েছিলো হাজারো দর্শক। স্টেডিয়ামের মাঠে কাপ্তান আকবর আলীকে নিয়ে কেক কাটেন বিসিবি বস। পরে অধিনায়ক আকবর, কোচ নাভিদ নেওয়াজ এবং নাজমুল হাসান পাপন মিলে প্রেস কনফারেন্সে কথা বলেন।
কাপ্তান আকবরের ফাইনাল ম্যাচের ভূমিকার জন্য ভারতীয় সাবেক কাপ্তান ধনীর সাথে তুলনা করেছে বিভিন্ন গণমাধ্যম।
যুবা অধিনায়ক গণমাধ্যমকে আজকেও স্মরণ করিয়ে দিলেন,
‘আমি সে পর্যায়ের কেউ নই। এত দ্রুতই তেমন কিছু হয়ে উঠেননি। তাছাড়া একটা ম্যাচ দিয়েই আপনি কাউকে বিচার করতে পারেন না। আমাদের কর্তব্য হলো খেলা। আমরা খেলেছি। এখানে যারা আছি, তারা হয়তো কিছুদিন আনন্দ উদযাপন করবো। তারপর নিজের কর্তব্য পালনে নেমে যাবো।’
মানুষের অপরিমেয় ভালোবাসা পেয়ে বিস্মিত আকবর। বোর্ড থেকে কিছু পাওয়ার আশায় খেলিনি, বরং আমরা সবাই দেশের জন্যই খেলেছি বলেই ব্যক্ত করেছেন। আগামী সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে আকবরদের গণসংবর্ধনা দিবেন মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদ।