মুহা. ইকবাল আজাদ, ঢাকা
সমগ্র বাংলাদেশের জুনিয়ররা যখন সিনিয়রদের র্যাগিং এর আতঙ্কে বিভোর, তখন জুনিয়রদের স্যালুট দিলেন এক সিনিয়র ক্রিকেটার। শুধু কি সিনিয়র! যুবাদের সিনিয়রের সিনিয়র। জুনিয়রদের ছবির সামনে গিয়ে স্যালুট দিয়ে তাদের অভিবাদন জানিয়েছেন। ভদ্রলোকের ক্রিকেট খেলা বলেই হয়তো এমনটা সম্ভব হয়েছে।
বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের সামনে গিয়ে জুনিয়র ক্রিকেটারদের হাত উঁচু করে সালাম জানিয়েছেন বাংলাদেশের অন্যতম সফল উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। জুনিয়ররা অবশ্যই সালুট পাওয়ার যোগ্য। কেননা ২০২০ সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে তারা হয়েছেন বিশ্বচ্যাম্পিয়ন। গড়ে বাংলার ক্রিকেটের প্রথম ইতিহাস। ফলে ২০০৪ সালে খেলা অনূর্ধ্ব ১৯ ক্রিকেটার মুশফিকুর রহিম তাদের কৃতিত্বের সম্মান জানিয়েছেন।
প্রসঙ্গত, আকবর আলীর দল আজ বিকেলেই বাংলাদেশে এসে পৌঁছাবে। তাদের বরণ করতে দেশ জুড়ে চলছে বিসিবির বর্ণিল আয়োজন।