মুহা. ইকবাল আজাদ।
করোনার প্রভাবে থমকে দাঁড়িয়েছে পুরো বিশ্ব। স্থবির হয়ে পড়েছিলো ক্রীড়া জগত। বিশ্ব জুড়ে এথলেটিক্সরা কাটিয়েছে অবসর সময়। বাংলাদেশ সর্বশেষ প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেছিলো প্রায় ৭ মাস আগে। দীর্ঘ সময়ের বিশ্রামে অনেক ক্রিকেটারের ফিটনেস, স্কিলের ঘাটতি চোখে পড়েছে। মাঠের মানুষদের মাঠে ফেরাতে বিসিবি শ্রীলঙ্কা সফরে যাওয়ার প্রস্তাব রাখেন। কিন্তু নিয়মের বেড়াজালে ভেসে যায় প্রস্তাবনা। তাতেও থেমে যায়নি। বরং বিশ্ব ক্রিকেটের চোখে আঙুল দিয়ে বাংলাদেশকে নিরাপদ দেখাতে বিসিবি স্বল্প সময়ের মধ্যেই একটি প্রতিযোগিতামূলক ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে।
তিন দলের সমন্বয়ে আজ থেকে শুরু হবে প্রেসিডেন্ট কাপ টুর্নামেন্ট। মূলত খেলোয়াড়দের ফিটনেস এবং স্কিলকে ধরতে কিংবা উন্নত করতে বিসিবির এই আয়োজন। পাশাপাশি মোটা অঙ্কের প্রাইজমানি খেলোয়াড়দের আরও অনুপ্রাণিত করবে। সেরা ফিল্ডারদের জন্য আলাদা করে প্রাইজমানি ঘোষণা বেশ প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বোর্ড। আজ দুপুর দেড়টায় মাহমুদউল্লাহ একাদশ এবং শান্ত একাদশের মধ্যকার ম্যাচ দিয়ে খেলা মাঠে গড়াবে।
তিন দলের পূর্ণ স্কোয়াডঃ-
তামিম ইকবাল একাদশ:
তামিম ইকবাল খান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদত হোসেন দিপু, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, আকবর আলি, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদিন আফ্রিদি।
স্ট্যান্ডবাইঃ শফিকুল ইসলাম, মাহিদুল ইসলাম অঙ্কন ও মেহেদী হাসান রানা।
নাজমুল শান্ত একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাইম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।
স্ট্যান্ডবাইঃ সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।
মাহমুদউল্লাহ একাদশ:
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।
স্ট্যান্ডবাইঃ আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।