ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

মাঠে ফিরছে ক্রিকেট, তর সইছে না মুশফিকের

প্রতিবেদক
নিউজ ভিশন
৭ জুলাই ২০২০, ১১:৩০ পূর্বাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ক্রীড়া প্রতিবেদক।
করোনা ভাইরাসের প্রভাবে স্থবির হয়ে আছে পুরো বিশ্ব। বন্ধ হয়ে গেছে ক্রিকেট আসর কিংবা ক্রীড়া জগত। স্থগিত হয়েছে দেশের প্রিমিয়ার লীগ, একাধিক আন্তর্জাতিক সিরিজ। সব বন্ধে অবসরের অবসাদে অস্বস্তিতে ভুগেছেন ক্রিকেটাররা। গৃহবন্দীর দিনে মরিচীকা জমেছে নিজেদের দৈনন্দিন রুটিনে। ভাইরাসের প্রভাবে এতদিন কারোই মাঠে যাওয়া হয়নি। দেখা হয়নি ব্যাট ছুঁয়ে কিংবা ছোঁড়া হয়নি বল। ২২ গজের বিন্দুতে দীর্ঘ পরিসরের সবুজ ব্যাসে প্রাণ খুলে দৌড়ানো হয়নি। কতদিন গড়াগড়ির স্পর্শ পায়নি সবুজ ঘাস। খুশির খবর হলো, প্রকৃতির সাথে ক্রিকেটারদের প্রায় চার মাসের দূরত্বের ইতি টানতে চলেছে বিসিবি। সিদ্ধান্ত নিয়েছে, খুব শীঘ্রই মাঠে ফিরবে জনপ্রিয় খেলা ক্রিকেট।

মিরপুরসহ দেশের ৮টি স্টেডিয়ামের সংস্কার চলছে। পুরোদমে লেগে পড়েছেন গ্রাউন্ডসম্যানরা। ক্রিকেটাররাও বসে নেই। বাসায় জিম সেশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আশেপাশের স্কুল, কলেজের মাঠে দক্ষতার চর্চা করছেন। কেউ-বা শহরের গলিতে দৌড়াচ্ছেন, বোলিং করে নিজেকে প্রস্তুত করছেন। মুশফিকুর রহিম দীর্ঘদিন পরে বাসা থেকে বের হয়েছেন। সোজা শেরে-বাংলা স্টেডিয়ামটাকে একবার প্রদক্ষিণ করে এসেছেন। বুঝাই যাচ্ছে, মাঠের ক্রিকেটে নিজেকে ডুবিয়ে দিতে কতটা মুখিয়ে আছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

ক্রিকেটারদের মাঠে ফেরার ব্যাপারটা নির্ভর করছে এশিয়া কাপের উপর। জানা গেছে, এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের একটি ফর্দ মোটামুটি প্রস্তুত করে রেখেছেন নির্বাচক দল। এসিসি’র (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হলেই মাঠে নামবে জাতীয় ক্রিকেট দল। করোনায় আইসিসির নতুন নিয়মানুযায়ী, জুলাই এবং আগস্টে চলবে ক্রিকেটারদের ফিটনেস এবং স্কিল পরীক্ষা। কিন্তু এতসব লাল ফিতার দৌরাত্ম্যে আর আবদ্ধ থাকতে পারছেন না মুশফিক। ধৈর্যের বাঁধ ভেঙেছেন, শীঘ্রই অনুশীলনের জন্য একাকী মাঠে নামছেন এই ক্রিকেটার।

ছবিঃ মুশফিকুর রহিম।

সর্বশেষ তামিমের লাইভ শো তে একত্রিত হয়েছিলেন জাতীয় দলের চার সিনিয়র। সেখানেও সবকিছু ছাপিয়ে মুশফিকের পরিশ্রমের কথা উঠে এসেছিলো বারংবার। কেউ বলেছিলেন, অনুশীলন করতে না পেরে মরে যাবে মুশফিক। কেউ-বা বলেছিলেন, মুশফিকের ব্যাট কাঁদছে অঝোর ধারায়। গৃহবন্দীতে ব্যাট কাঁদলেও পরিশ্রম থামেনি মুশফিকের। নিয়ম করে প্রতিদিন শারীরিক কসরত সারতেন। ভোরবেলা স্বাস্থ্যবিধি মেনে গলির পথে দৌড়াতেন। গাড়ি পার্ক করার স্থানে টেনিস বলে ব্যাটিং আর উইকেট কিপিং এর চর্চা করতেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসবের জানান দিতেন মুশফিকুর রহিম। কিছুদিন আগে ব্যক্তিগতভাবে মাঠে অনুশীলন করতে বিসিবির অনুমতি চেয়েছেন, বিসিবি নাকচ করে দিয়েছেন। এবার হয়তো বিসিবির অনুমতি পেয়ে ক্রিকেটের অক্সিজেন নিতে খুব দ্রুতই মাঠে নামবেন এই পরিশ্রমী খেলোয়াড়।

জানা গেছে, বাড্ডার বেরাইদে ফর্টিস গ্রুপের বিশাল একখণ্ড সবুজ মাঠেই ব্যক্তিগত অনুশীলন শুরু করবেন মুশফিক। তিনি নিজেই ফর্টিস কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছেন। ক্রিকেটারদের সুযোগ দিতে পেরে উচ্ছ্বসিত হয়েছেন কর্তৃপক্ষও। জানিয়েছেন, তাদের মাঠে ক্রিকেটারদের অনুশীলনে দিতে হবে না কোন অর্থকড়ি। বরং মুশফিকের মতো বাকি ক্রিকেটারদের অনুশীলনে আসার আহবান করেছেন, অগ্রিম স্বাগত জানিয়েছেন। ফার্টিস গ্রুপের ৪০ একরের এই মাঠটিতে মূলত ফুটবল খেলা হতো। ক্রিকেটের জন্য এই মাঠটিতে পিচ বসানো হবে। মুশফিকদের অনুশীলন দিয়ে মাঠটি প্রথম ক্রিকেটের স্বাদ নিবে। পাশাপাশি আত্মতৃপ্তির ঢেকুর তুলবে ক্রিকেটাররা।

প্রায় চার মাস চার দেয়ালের বন্দীতে অতিষ্ঠ হয়ে উঠেছে অনেকের জীবন। বন্দীশালায় আর আটকে থাকতে চাইছেন না পরিশ্রমী মানুষজন। মুশফিক তাদেরই একজন। গৃহবন্দীতে সংকীর্ণ হয়ে আছে ক্রিকেট পাগলদের মন। বিনোদনের এই ধাপে শুরুর ঘনঘটা কিংবা নতুন আয়োজন। ঘরের মাঠে ক্রিকেট অনুশীলন কিংবা টিভিতে ক্রিকেট। দর্শক মনে এর থেকে বড় সুখবর কি আর হবে এখন!

176 Views

আরও পড়ুন

পাঠকের অনূভুতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ