ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলে তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীসহ সবার উদ্দেশে বার্তা দিয়েছেন। পেলে জানিয়েছেন, তিনি ভালো আছেন। সারা বিশ্ব থেকে ভালোবাসার অসংখ্য বার্তা এবং কাতার বিশ্বকাপে ব্রাজিলের খেলা তাকে প্রাণশক্তিতে বলীয়ান করে রেখেছে।
তাকে নিয়ে বিভিন্ন গুজব-গুঞ্জন ছড়ানোর পরিপ্রেক্ষিতে পেলে নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট দিয়ে এ বিষয়ে সবাইকে আশ্বস্ত করেছেন। খবর বিবিসির
ক্যানসার আক্রান্ত ৮২ বছর বয়সী পেলেকে গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার অসুস্থতা কতটা জটিল, তা নিয়েও তৈরি হয় ধোঁয়াশা। এক পর্যায়ে পেলের শারীরিক অবস্থার অবনতির খবর ছড়াতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে ফুটবল বিশ্বে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুঞ্জনও ছড়িয়ে পড়ে।
গত শনিবার চিকিৎসকরা জানিয়েছিলেন, চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনবার বিশ্বকাপ জয়ী এই ফুটবলার। তাকে ‘প্যালিয়াটিভ কেয়ার’-এ রাখা হয়েছে। এর কয়েক ঘণ্টা পরই পেলের ইনস্টাগ্রামে পোস্ট প্রকাশ পায়।
এতে পেলে লিখেছেন, ‘আমার বন্ধুরা, আমি চাই সবাই শান্ত এবং ইতিবাচক থাকুন। আমি শক্ত আছি। যথেষ্ট আশাবাদী আমি। যথাযথভাবেই প্রয়োজনীয় চিকিৎসা চলছে। আমার সব চিকিৎসক এবং নার্সদের ধন্যবাদ জানাতে চাই। তারা খুব যত্ন করছেন আমাকে।’
এই কিংবদন্তি আরও লিখেছেন, ‘স্রষ্টার ওপর আমার ভীষণ আস্থা রয়েছে। সারা বিশ্ব থেকে ভালোবাসা মাখানো অসংখ্য বার্তা আমাকে প্রাণশক্তিতে বলীয়ান করে রেখেছে। বিশ্বকাপে ব্রাজিলের দিকে তাকিয়ে রয়েছি আমি। এত কিছুর জন্য সবাইকে অনেক ধন্যবাদ
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০