মুহা. ইকবাল আজাদ, ঢাকা।
অধিনায়ক হিসেবে মুমিনুল হকের এটা তৃতীয় সিরিজ। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শুরুর আগে মুমিনুল হক দল থেকে শতক, দ্বি-শতক কিংবা ত্রি-শতক উপহার দিবেন বলে ব্যক্ত করেছেন। আজকে তার অর্ধেকটাও সেরেছেন কাপ্তান মুমিনুল হক। দ্বিতীয় দিনের খেলা শেষে ব্যক্তিগত ৭৯ রান নিয়ে মাঠে আছেন এই লিটল মাস্টার।
মুমিনুল হকের কথা রাখতে সাইফের ব্যর্থতার পরে ভালোই সামলে যাচ্ছিলেন তামিম-শান্ত। অভিজ্ঞ তামিম অবশ্য ৪১ রানেই কাটা পড়েন। তারপর আবার কাপ্তানের সাথে নতুন জুটি গড়েন শান্ত। আদায় করেন টেস্ট ক্যারিয়ারের ব্যক্তিগত প্রথম অর্ধশত রান। নিজের ৫০ পূর্ণ করে শান্তই যেন অধিনায়কের কথা রাখতে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছিলেন। নিজের ভুলে শেষ পর্যন্ত শান্তও পরাস্ত হোন। ব্যক্তিগত ৭১ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মাঠ ত্যাগ করেন।
শান্তের বিদায়ের পর প্রতিশ্রুতির দায়িত্বভার নিজেই গ্রহণ করেন কাপ্তান মুমিনুল হক। অভিজ্ঞ মুশফিককে সাথে নিয়ে দীর্ঘদিন পরে নিজের অর্ধশতের দেখা পান এই লিটল ম্যান। দিন শেষে অপরাজিত ৭৯ রানে মাঠ ছাড়েন এই নবীন অধিনায়ক। অবশ্য দলের নেতৃত্ব ভার গ্রহণের পরে এটাই মুমিনুলের প্রথম অর্ধশতক।
প্রত্যেক খেলোয়াড় নিজের নামের পাশাপাশি জার্সি নাম্বারেও পরিচিত থাকেন। মুমিনুল হকও ৬৮ সংখ্যা গায়ে জড়িয়েই মাঠে নামতেন। কিন্তু জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে মুমিনুলের জার্সি সংখ্যা ‘০৭’। অনেক দিন ধরেই ব্যাট হাতে ভালো ফর্মে নেই মুমিনুল। সর্বশেষ টেস্ট সেঞ্চুরিটাও যে আসছিলো ২০১৮ সালে। নিজের ভাগ্যকে বদলাতেই নাকি মুমিনুলের জার্সির সংখ্যা পরিবর্তন। এবার দেখার পালা, ‘লাকি সেভেন’ গায়ে জড়িয়ে কাপ্তান নিজের ভাগ্যের কতটা উন্নতি করতে পারেন, ব্যক্ত করা প্রতিশ্রুতির কতটা রক্ষা করতে পারেন।