মুহা.ইকবাল আজাদ, ঢাকা
ন্যাড়া বেল তলায় কয়বার যায়? চলচ্চিত্রের অভিনেত্রী অপু বিশ্বাস বলেছিলেন, বেলতলা যদি ভালো হয়, তবে তিনি বারংবার যেতে রাজি। প্রসঙ্গটা চলচ্চিত্র নয়, ক্রিকেট নিয়ে। গতকাল শন মাসুদ রুবেলের বলে ৮৬ রানে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন। লিটন দাস ক্যাচও নিয়েছেন। কিন্তু আপিল করেননি কোন খেলোয়াড়। জীবন পেয়ে শন মাসুদ উত্তম ব্যবহার করেছেন। আউট হয়েছেন তিন অঙ্ক স্পর্শ করে।
মানুষের ভুল হতেই পারে। কিন্তু কয়বার? একজন পেশাদার মানুষ যদি একই ভুল করে, তবে সেটা ভুল নয়, বোকামি। বাংলাদেশের প্লেয়াররা সেই বোকামির বোকা। বিশেষ করে উইকেটরক্ষক। গতকালের ভুলটার যেন আবার পুনরাবৃত্তি। টিভি স্ক্রিনে যেন গত ভুলের রিপ্লাই দেখলো দর্শকবৃন্দ। শুধু বোলার রুবেলের পরিবর্তে ইবাদাত হোসেন।
পাকি ব্যাটসম্যানদের সুযোগ দিলে কি করে দেখাতে পারে, তা গতকালই হাড়ে হাড়ে টের পেয়েছে বাংলাদেশ। মাসুদ-বাবর দুজনেই তিন অঙ্ক ছুঁয়েই তবে বিদায় নিয়েছেন। হ্যারিস সোহেল সুযোগ পেয়েছেন, কাজে লাগিয়েছেন। ইতিমধ্যেই অর্ধশতক আদায় করে নিয়েছেন। বাংলাদেশের জন্য তৈরি করেছেন পাহাড়সম রান। খুব অসাধারণ কিছু না হলে আরেকটা ইনিংস পরাজয় বরণ করতেছে টিম বাংলাদেশ।
৪৩১/৮