ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বিসিসিআই সভাপতি হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী

প্রতিবেদক
নিউজ ভিশন
১৪ অক্টোবর ২০১৯, ৫:১৭ অপরাহ্ণ

Link Copied!

বিসিসিআই সভাপতি হতে যাচ্ছেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে শুরুতে মনোনয়ন দাখিলের কথা শোনা গিয়েছিল সৌরভ গাঙ্গুলীর। রবিবার দিনভর নাটকের পর সর্বসম্মতিতে আগেভাগেই সবকিছু বলতে গেলে এখন চূড়ান্ত। ভারতীয় ক্রিকেটের সর্বময় ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।

ভারতীয় পত্রিকায় এখন সৌরভেরই জয়জয়কার। সভাপতি পদের জন্য সৌরভ গাঙ্গুলী মনোনয়ন দাখিল করবেন ১৪ অক্টোবর। আর এই পদের জন্য এখন একমাত্র প্রার্থী পশ্চিমবঙ্গ রাজ্য অ্যাসোসিয়েশনের এই প্রধান। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ।

নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ২৩ অক্টোবর। একটা সময় সভাপতি পদের জন্য গাঙ্গুলীর নাম প্রথমে শোনা গেলেও পরে ফেভারিট মনে করা হচ্ছিল বিতর্কিত বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনের সমর্থিত সাবেক ক্রিকেটার ব্রিজেশ প্যাটেলের নাম। কিন্তু গাঙ্গুলী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মাঝে বৈঠকের পর পরই পাল্টে যায় সব হিসাব-নিকাশ। পরিবর্তিত অবস্থায় আইপিএল চেয়ারম্যান হিসেবে এখন দেখা যেতে পারে ব্রিজেশ প্যাটেলকে।

বলতে গেলে রাজনৈতিক বিবেচনা ও আগের বোর্ডের ক্ষমতাধররাই এখন বোর্ডের চালিকাশক্তি। সাবেক বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরও আছেন এদের দলে। তার ভাই অরুণ সিং ধামাল হতে যাচ্ছেন বোর্ডের কোষাধ্যক্ষ।

অবশ্য সভাপতি হিসেবে পদে বসলেও গাঙ্গুলী দায়িত্ব পালন করতে পারবেন ১০ মাস। তার পরে লোধা প্যানেলের সুপারিশ অনুযায়ী তিন বছরের জন্য বাইরে থাকতে হবে প্রশাসনিক কার্যক্রম থেকে। গঠনতন্ত্র অনুযায়ী রাজ্য বা জাতীয় পর্যায়ে কেউ টানা ছয় বছর দায়িত্ব পালন করলে বাইরে থাকার এই নিয়ম রাখা হয়েছে।

জানা গেছে, রবিবার মুম্বাইয়ে অনানুষ্ঠানিক সভাতে হয় এসব সিদ্ধান্ত। যার আয়োজক ছিলেন শ্রীনিবাসন! আরও জানা গেছে, ভারতীয় ক্রিকেট বোর্ড সভাপতি হিসেবে গাঙ্গুলী ও আইপিএল প্রধান হিসেবে প্যাটেলের নাম ঘোষণা করেন সাবেক এই ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান। পরে তাকে সমর্থন করেন বাকিরা।−ক্রিকইনফো।

257 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা