ঢাকাসোমবার , ৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

বিশ্বসেরা টেস্ট অলরাউন্ডার বেন স্টোকস

প্রতিবেদক
নিউজ ভিশন
২১ জুলাই ২০২০, ৬:৪৯ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ক্রীড়া প্রতিবেদক।


নিজের ভুলের মাশুল দিতে দুই বছরের নিষেধাজ্ঞায় যাচ্ছে সাকিবের দিন। ঠিক ৯৯ দিন পরে ফিরতে পারবেন ক্রিকেট মাঠে। নিষেধাজ্ঞার দরুন সাকিবের সব অর্জন ইতিমধ্যে মুছে দিয়েছে আইসিসি। ‘বিশ্বসেরা অলরাউন্ডার’ ট্যাগে সাকিবকে যেখানে পুরো বিশ্ব চিনতো, সেখানে চলে ইউরোপীয়-ক্যারিবিয়ানদের প্রতিযোগিতার খেলা। নিষেধাজ্ঞার আগে ক্রিকেটের দীর্ঘ সংস্করণের অলরাউন্ডারের তালিকায় শীর্ষে ছিলেন বাংলার টাইগার। গত ৯ মাসে স্থান দখলের তালিকায় উত্থান পতন ঘটেছে। সর্বশেষ উত্থান ঘটিয়ে শীর্ষ তালিকায় জায়গা করে নিয়েছেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস।

কথিত আছে, ২০১৬ সালের বিশ্বকাপে চার ছক্কায় হতাশ বনে যাওয়া স্টোকসকে পুরোপুরি বদলে দিয়েছে। গত ওয়ানডে বিশ্বকাপে কথিত কথার প্রমাণও দিয়েছেন স্টোকস। স্নায়ু চাপের মাঝে নিজের মাথা ঠান্ডা রেখেছেন, ব্যাট হাতে একাই বিশ্বজয় করেছেন। শুধু তাই নয়, বিশ্বকাপ পরবর্তী অ্যাশেজে হারতে বসা ম্যাচকে একাই জিতিয়ে মাঠ ছেড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। পরিবর্তনের ধারার পুনরায় উদাহরণ গড়লেন বেন স্টোকস। করোনার মাঝে চলা ম্যাচে অসাধারণ ভূমিকা পালন করেছেন। পুরস্কার হিসেবে পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব।

ছবিঃ ক্রিকইনফো

সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। প্র‍থম ম্যাচে ৮৯ রান করার পাশাপাশি ৬ উইকেট নিয়েছেন ম্যাচের ভারপ্রাপ্ত ইংলিশ অধিনায়ক। তবে ব্যাটসম্যান স্টোকসের পরিচয় মেলে দ্বিতীয় ম্যাচে। প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৭৬ রান করেন স্টোকস। দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ারে প্রথম বারের মতো ওপেনিং জুটিতে মারকুটে ব্যাটিং করেন এই অলরাউন্ডার। মাত্র ৫৭ বলে গড়েন ৭৮ রানের অপরাজিত ইনিংস। বল হাতে কম যাননি। দুই ব্রেকথ্রু-র সাথে নেন মূল্যবান তিন উইকেট। তাতেই রেকর্ড ভেঙে ২০০৬ এর পরে পুনরায় টেস্টের অলরাউন্ডার খাতায় শীর্ষে আসেন কোন ইংলিশ অলরাউন্ডার।

শুধু অলরাউন্ডারের তালিকায় নয়, ব্যাটসম্যানের তালিকায়ও উন্নতি ঘটেছে স্টোকসের। ক্যারিয়ার সেরা ৮২৭ রেটিং পয়েন্ট নিয়ে ৬ ধাপ এগিয়ে উঠে এসেছেন তিন নাম্বারে। টেস্টের প্রথম শীর্ষ ব্যাটসম্যান স্মিথ, কোহলির পরেই বর্তমানে স্টোকসের স্থান। তাছাড়া অলরাউন্ডারের তালিকায় স্টোকসের পরে আছেন জেসন হোল্ডার, রবিন্দ্র জাদেজা, মিচেল স্টার্ক এবং রবিচন্দ্রন অশ্বিন।

171 Views

আরও পড়ুন

বুক রিভিউ:সময়ের ছবি ‘নীরব কোলাহল’

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরো এগিয়ে যাবে–ড. মোঃ আবু নঈম শেখ

রাবিতে গ্রীন ভয়েস এর নেতৃত্বে মাহিন-সিরাজুল

ডেকে নিয়ে হত্যা করা হয় মনিরকে

নাইক্ষ্যংছড়িতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার !!

আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি: নাজমুল মোস্তফা আমিন

নাটোরে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা ও তার সহযোগী আটক

দুর্লভ নিদর্শনে সমৃদ্ধ এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর

রাবিতে ছাত্র উপদেষ্টার আহবানে গাছ থেকে পেরেক অপসারণ

শান্তিগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত