বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ফাইনাল খেলায় বালক ও বালিকাসহ চারটি দল অংশগ্রহণ করে।
উপজেলার গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বালিকাদের ফাইনালে পোপাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে চরখিজিরপুর মিয়া বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
অপরদিকে, বালকদের ফাইনাল খেলায় পশ্চিম সারোয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে পূর্ব চরণদ্বীপ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. হারুন উর রশীদ। প্রধান শিক্ষিকা ইসমাত ফারজানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা। বিশেষ অতিথি ছিলেন ইউআরসি ইন্সট্রাক্টর বোরহান উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যথাক্রমে শাহেদা বেগম, বিকাশ ধর, শাহরিয়ার সুলতানা, প্রধান শিক্ষক নজির আহমদ, নুরুল হুদা চৌধুরী, মো. ইলিয়াস, কাজল কান্তি চৌধুরী, সহকারী শিক্ষক মোহাম্মদ শওকত হোসেন, মো. ফারুক ইসলাম, মো. ওসমান, মো. নুরুল কবির, মোহাম্মদ উল্ল্যাহ প্রমুখ। খেলা পরিচালনা করেন গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক প্রজীব কুমার বড়ুয়া।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০