ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

ফুটবল কিংবদন্তিকে শ্রদ্ধা জানিয়ে যা বললেন মেসি-নেইমার-রোনালদোরা

প্রতিবেদক
রফিকুল ইসলাম জসিম
৩০ ডিসেম্বর ২০২২, ৭:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

বিশ্বকাপ দিয়েই ফুটবলের রাজা পেলের বৈশ্বিক মঞ্চে উত্থান, বিশ্বকাপের কারণেই তিনি অনন্য, বিশ্বকাপ এলে তার মতো খুশি মনে হয় না এ পৃথিবীতে আর কেউ হতেন। সম্প্রতি কাতার বিশ্বকাপ শেষ হলো, এর কিছুদিন পরই না ফেরার দেশে পাড়ি জমালেন এ ফুটবল কিংবদন্তী।

নেইমারের হাতে ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপটি দেখতে চেয়েছিলেন পেলে। সেটি হয়নি। তবে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হারের পর ঘুরে দাঁড়ানোর বার্তা নেইমারকে ঠিকই পাঠিয়েছিলেন পেলে। আজ পেলের মৃত্যুর পর নেইমার লিখেছেন, ‘পেলের আগে ১০ নম্বর ছিল শুধুই একটি সংখ্যা। আমি কোনো এক সময় কোথায় জানি এটা পড়েছিলাম। সুন্দর হলেও সেটা ছিল অসম্পূর্ণ।

আমি বলতে চাই, পেলের আগে ফুটবল ছিল শুধুই একটা খেলা। পেলে সব কিছু বদলে দিয়েছে। তিনি ফুটবলকে শিল্পে বদলে দিয়েছেন, আনন্দে ভরিয়ে দিয়েছেন। তিনি দরিদ্রদের, কালোদের কণ্ঠস্বর দিয়েছেন। বিশেষ করে ব্রাজিলিয়ানদের দৃশ্যমান করেছেন। ফুটবল এবং ব্রাজিলের মানকে ওপরে তোলার জন্য রাজাকে ধন্যবাদ। তিনি চলে গেলেন, কিন্তু তার জাদু থেকে গেল। পেলে চিরন্তন।’

পেলের আইকনিক ছবি ও নিজের সঙ্গে ছবি দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসি লিখেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে।’ কদিন আগে এই মেসিকেই বিশ্বকাপ জয়ের পর ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন পেলে নিজেই।

পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো লিখেছেন, ‘ব্রাজিলের জন্য আমার গভীর সমবেদনা। বিশেষ করে জনাব এডসন অরান্তেস দো নাসিমেন্তোর পরিবারের প্রতি। ফুটবলের চিরন্তন রাজার বিদায় ফুটবল-দুনিয়া যে ব্যথা অনুভব করছে তা প্রকাশ অযোগ্য। তিনি লাখো মানুষের অনুপ্রেরণা। আজ, কাল এবং সারাজীবনের জন্য দৃষ্টান্ত। আমার প্রতি সব সময় যে স্নেহ তিনি সব সময় দেখিয়েছেন তা ছিল পারস্পরিক। এমনকি দূর থেকেও। তিনি কখনো বিস্মৃত হবেন না। আমাদের মতো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে তিনি থেকে যাবেন সব সময়। শান্তিতে ঘুমান রাজা পেলে।’

আরেক ব্রাজিলিয়ান ক্যাসেমিরো বলেছেন, ‘শান্তিতে ঘুমান পেলে। ফুটবল এবং ব্রাজিলকে আপনি যে গৌরব এনে দিয়েছেন সে জন্য ধন্যবাদ। আপনার উত্তরাধিকার চিরন্তন।’

নিজের রেকর্ড ভাঙতে দেখে এমবাপ্পেকে ভালোবাসার বার্তা পাঠিয়েছিলেন ফুটবলের রাজা। সেই পেলের বিদায়ের পর এমবাপ্পে লিখেছেন, ‘ফুটবলের রাজা আমাদের ছেড়ে চলে গেছেন৷ তবে তার কীর্তি কখনো আমাদের ছেড়ে যাবে না। শান্তিতে ঘুমান রাজা’।

রাহিম স্টার্লিং লিখেন, ‘শান্তিতে ঘুমান কিংবদন্তি’। পেলে ও ম্যারাডোনার হাত ধরাধরি করার ছবি দিয়ে ফুটবল ক্লাব নাপোলি লিখেছে, ‘চিরন্তন’। নিজের সঙ্গে পেলের হাস্যোজ্জ্বল ছবি দিয়ে গ্যারি নেভিল লিখেছেন, ‘কিংবদন্তি পেলে শান্তিতে ঘুমান। কি সুন্দর হাসি।’

93 Views

আরও পড়ুন

হিলিতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত

গ্রীনভয়েস জবি শাখার নতুন কমিটি গঠন

নওগাঁয় ২ ভুয়া পুলিশ আটক

দোয়ারাবাজারে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাঈম হাসানের কবিতা “বিচ্ছেদ বিভ্রাট”

দোয়ারাবাজারের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি, ক্ষমতাসীনদের পকেটভারী হয়েছে- জাহাঙ্গীর আলম

ইবি রিপোর্টার্স ইউনিটির মৌখিক ও লিখিত পরীক্ষা সম্পন্ন

কর্মকর্তা সমিতির সভাপতিকে লাঞ্চনার ঘটনা ভিত্তিহীন; দাবী ছাত্রলীগের

রাজশাহীতে দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান

রাবিতে কৃত্রিম প্রজনন ও পুনরুৎপাদন ব্যবস্থাপনা প্রশিক্ষণ অনুষ্ঠিত

নাগরপুরে চেয়ারম্যানের সুনাম ক্ষুন্ন করার অপচেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

সান্তাহারে নারীসহ তিন মা দ ক বিক্রেতা গ্রেফতার