ঢাকাশুক্রবার , ১১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

পেকুয়ার শেখ রাসেল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমিফাইনালে সম্মিলিত উজানটিয়া একাদশ

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ মার্চ ২০২১, ১২:৫৯ পূর্বাহ্ণ

Link Copied!

হুমায়ন কবির :

কক্সবাজারের পেকুয়ায় শেখ রাসেল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শেষ চারে পৌঁছেছে সম্মিলিত উজানটিয়া একাদশ।

১০ মার্চ(বুধবার) বিকেল ৩টায় উপজেলার মগনামা ইউনিয়নের বাইন্যাঘোনা এলাকার হাজ্বী ফেরদৌস আহমদ মাঠে সেমিফাইনালের দৌড়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ২য় ম্যাচে মুখোমুখি হয় সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ ও মগনামা লায়ন স্পোর্টিং ক্লাব।
ম্যাচের প্রথমার্ধে কোন দলই কাঙ্খিত গোলের দেখা না পেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লায়ন স্পোর্টিং। লায়ন ক্লাবের রাফির গোলে এগিয়ে গিয়েও সেই লিড ধরে রাখতে পারেনি তাঁরা।
১-০ গোলে পিছিয়ে থাকা সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ গোল করতে মরিয়া।
খেলার ৫০ মিনিটের মাথায় উজানটিয়া একাদশের ০৬নং জার্সি পরিহিত খেলোয়াড় কমলের ডি-বক্সের ভিতর থেকে বাকানো শটে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে ১-১তে সমতা ফিরে আনেন।দর্শকপূর্ণ পুরো গ্যালারি ছিল করতালিমূকর।
গোল করতে মরিয়া দুই দল। কিন্তু খেলার শেষ মুর্হুত এসে নির্ধারিত সময়ের ৫৮ মিনিটের মাথায় উজানটিয়া একাদশের ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় মো.সায়েমের ডি-বক্সের বাহির থেকে ডান পায়ের জাদুকরী বাকানো শটে ২-১ গোলে এগিয়ে যায় সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ।২-১গোলে এগিয়ে থেকে পুরো ৬০মিনিটের খেলা শেষ করেন সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ।
খেলার ম্যান অব দ্যা ম্যাচ অর্জন করেন সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ ১১নং জার্সি পরিহিত খেলোয়াড় সায়েম।
উজানটিয়া এবং মগনামার দুইদলের মধ্যকার টানটান উত্তেজনায় এবং জাঁকজমকপূর্ণ ম্যাচ উপভোগ করেন পুরো দর্শক গ্যালারি ।
উক্ত খেলায় প্রধান রেফারি দায়িত্ব পালন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য রহমহ উল্লাহ এবং সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মো,এজতাফিজুর রহমান ও তোহিদুল ইসলাম এবং ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মনিরুল ইসলাম।

সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ টিম ম্যানেজমেন্ট আনোয়ার হোসেন এমজারুল বলেনঃআমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে ১-০গোলে পিছিয়ে থাকার পরও খেলোয়াড় এবং আমাকে করতালি দিয়ে উৎসাহিত করার জন্য। আলহামদুলিল্লাহ আমরা আগামী ম্যাচে আরো ভালো খেলোয়াড় দিয়ে টিম সাজিয়ে আপনাদের ভালো খেলা উপহার দিব।

উক্ত জাঁকজমকপূর্ণ কোয়ার্টার ফাইনালের ২য় খেলা নুরুল আজিমের সভাপতিত্বে অনুষ্টিত হয়,
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগনামার বিশিষ্ট ব্যবসায়ী জনাব, ইখতিয়ার উদ্দিন।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক জালাল উদ্দিন,আমিনুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ পেকুয়া উপজেলা শাখা,সোহরাব সাগর গ্রন্থ ও পাঠাগার সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এস.এম হল ,যুবলীগ সদস্য হোছাইন মোঃ বাদশা,মনছুর, ছাত্রলীগনেতা মোঃ শাহাজান মিয়া,পারভেজ উদ্দিন নিশান,মোঃজাহেদুল ইসলাম,সোহেল রানা,ওয়াহিদুল ইসলাম এবং মোঃ সোহেল প্রমুখ।

456 Views

আরও পড়ুন

এসএসসির ফলাফল বিপর্যয়: দায় কি শুধু শিক্ষার্থীদের?

শান্তিগঞ্জে উন্নয়ন সহায়তা তহবিলের অর্থায়নে সেলাই মেশিন ও পরিবার পরিকল্পনা সামগ্রী বিতরণ

দাখিল পরীক্ষায় দ্বিতীয় স্থান: তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার সাফল্য ও হতাশা একসাথে

আজ এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল

১৪ জুলাই পাবলিক হল ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিশাল জনসভা

ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার নতুন দায়িত্বে যারা

টেকনাফে মিনি ড্রাম-ট্রাকে মিললো৫০হাজার ইয়াবা,আটক-২

মহাসড়কে দুর্ঘটনা রোধে সমন্বিত সচেতনতামূলক মতবিনিময় সভা

গাজীপুরে বিএনপি নেতা সাথী বহিষ্কার ও গ্রেফতার সমীকরণে : নিরব ক্ষোভে তৃণমূলের নেতাকর্মীরা

কাপাসিয়ায় খাল বিলে অভিযান চালিয়ে ২৫ টি ম্যাজিক চাই ও জাল পুড়িয়ে ধ্বংস

মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে সাগরকন্যা কুয়াকাটা ভ্রমণ

কেরোয়ার একমাত্র রাস্তাটি আজ জনভোগান্তির প্রতীক