
তারুণ্যের উৎসব ২০২৫: দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন
এম এ মোতালিব ভুইয়া :
তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।সোমবার(২৪ নভেম্বর)বিকেলে উপজেলা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বোগলাবাজার ইউনিয়ন বাংলাবাজার ইউনিয়নকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
টুর্নামেন্টে মোট ১২টি দল অংশ নেয়। দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল সেমিফাইনালে খেলার সুযোগ পায়। পরে সেমিফাইনাল পর্ব শেষে ফাইনালে মুখোমুখি হয় বাংলাবাজার ইউনিয়ন ও বোগলাবাজার ইউনিয়ন।
ফাইনালে বোগলাবাজার ইউনিয়ন জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয় এবং বাংলাবাজার ইউনিয়ন রানার্সআপ হয়। এ ছাড়া উপজেলা প্রশাসন দল তৃতীয় স্থান অর্জন করে।
টুর্নামেন্ট শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি, মেডেল এবং ১০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হয়। রানার্সআপ দলকে ট্রফি, মেডেলসহ ৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি তৃতীয় স্থান অধিকারী উপজেলা প্রশাসন দলকে মেডেল দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি করতেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০