এম এ মোতালিব ভুইয়া :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দর্শকদের প্রাণবন্ত উপস্থিতিতে জাঁকজমক আয়োজনে মঙ্গলবার বিকালে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সুন্দর্যের লীলা ভূমি বাশতলা হকনগর শহীদ স্মৃতি সৌধ মাঠে হকনগর শহীদ স্মৃতি ফুটবল সুপার লীগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । প্রধান অতিথি হিসেবে ফাইনাল খেলার উদ্বোধন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ আব্দুল জলিল।পুরস্কার দাতা বাংলাদেশ পুলিশ গর্ভিত সদস্য আক্কাস আলী চৌধুরী।
পরবর্তীতে পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় হকনগর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই এর সভাপতিত্বে প্রভাষক সিরাজুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ডক্টর মুহাম্মদ আব্দুল জলিল বলেন, আগামীর সমৃদ্ধ সোনার বাংলাদেশের নেতৃত্ব দিবে আজকের তরুণ প্রজন্ম। তাই মাদক, সন্ত্রাস এবং সকল নেতিবাচক প্রবৃত্তি থেকে নিজেকে দূরে রেখে খেলাধুলা এবং সৃজনশীল কাজে সকলকে সম্পৃক্ত হতে হবে এবং দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলাউড়া ফাজিল মাদ্রাসার প্রভাষক ফারুক আহমেদ, পুরস্কার দাতা আক্কাস আলী পুলিশ, সাবেক ইউপি সদস্য ধন মিয়া,ডা:জাহাঙ্গীর আলম, নানু মিয়া,ওয়াসিম আকরাম,আলাল মোহাম্মদ সুহেল,তামিম,জাকির প্রমুখ।
উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৫টি দল নিয়ে শুরু হওয়া এই সুপার লীগের ফাইনালে যে আর মেজিক ফুটবল ফাইটার্সকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কলোনি বন্ধু ফুটবল ফাইটার্স। খেলা পরিচালনায় ছিলেন আব্দুল করিম।
পরে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ ১৫হাজার টাকা এবং রানার্স আপ দলকে ট্রপি ও নগদ ১০হাজার টাকা পুরস্কার হিসেবে তুলে দেন অতিথিবৃন্দ। ফাইনালের পুরো খেলায় এলাকায় শত শত মানুষ উৎসবমুখর পরিবেশে উপভোগ করেন এবং তরুণ প্রজন্মের এই ইতিবাচক উদ্যোগের ধারা অব্যাহত থাকবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন সকলে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০