ঢাকারবিবার , ১২ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

মাশরাফির দায়িত্ব ফিরলো তামিমের কাঁধে চড়ে

প্রতিবেদক
নিউজ ভিশন
৮ মার্চ ২০২০, ১০:০৩ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ঢাকা।
ওয়ানডেতে দীর্ঘমেয়াদী দায়িত্ব পালন করেছেন মাশরাফি বিন মুর্তজা। গত সিরিজে অধিনায়কত্ব থেকে ম্যাশ নিজের নাম সরিয়ে নিয়েছেন। নতুনদের জন্য অধিনায়কের মঞ্চ তৈরি করে গিয়েছেন। বিসিবিও প্রস্তুত ছিলেন। মাশরাফির বিদায়ের পর দেরি করেননি। নতুন বোর্ড মিটিং শেষে নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছেন। ওয়ানডে সংস্করনে অনির্দিষ্টকালের অধিনায়ক তামিম ইকবাল খান। তামিমের কাঁধে চড়ে বিদায় নেওয়া অধিনায়ক মাশরাফির আসল দায়িত্ব যেন বিদায়ী চিত্রের রূপক পরিকল্পনা। বিদায়ী কাপ্তানকে তামিম কাঁধে নিয়েছেন, তামিমের কাঁধে ভর করেছে নতুন কাপ্তানের দায়িত্বভার।

 

জিম্বাবুয়ে সিরিজে মাশরাফি অধিনায়কত্ব ছাড়ছেন, এটা অনেকটা নিশ্চিত করে বলে দিয়েছিলেন বোর্ড সভাপতি। কিন্তু মাশরাফির দায়িত্ব কার উপর বর্তাবে? উত্তর দিতে বিসিবি সময় নিয়েছেন। নির্দিষ্ট দিনে তা ঘোষণাও করেছেন। মাশরাফির কাছেও প্রশ্ন ছিলো। নিজের দায়িত্বে পরবর্তীতে কাকে দেখতে চান ম্যাশ? বিদায়ী কাপ্তান অবশ্য সিনিয়রদের উপর ভরসা রেখেছেন। তিন সিনিয়রের কারো কাছে দায়িত্ব অর্পণের কথা ব্যক্ত করেছেন। কেন সিনিয়রদের দেওয়া উচিত, তার কারণও ব্যাখ্যা করেছেন। দিনশেষে, মাশরাফির যুক্তিতেই যেন বোর্ড একমত হয়েছে।

মাশরাফির বিদায়ের পর গণমাধ্যমে নানান গুঞ্জন রটেছে, জলঘোলাও কম হয়নি। নতুন অধিনায়কের দায়িত্বে রিয়াদের নামটা বেশিই উচ্চারিত হয়েছে। তবে তিন ফরম্যাটে নিয়মিত নন বলে রিয়াদ কিছুটা পিছিয়ে ছিলেন। তাছাড়া রিয়াদ সংক্ষিপ্ত সংস্করণের বর্তমান অধিনায়ক। গগণমাধ্যমে মুশফিকের নামও এসেছে দুই একবার। তবে মুশফিক যে দায়িত্ব পাচ্ছেন না তার একটা ইঙ্গিত দিয়েছেন নাজমুল হাসান পাপন। তামিমকেও অধিনায়কে অনাগ্রহী বলেই আখ্যা দিয়েছিলেন বোর্ড সভাপতি। তবে আজকে দুপুরে তামিমের দায়িত্ব পাওয়া নিয়ে বেশ গুঞ্জন ছিলো। দিন শেষে তামিমের হাতেই দায়িত্ব তুলে দিয়েছেন বোর্ড কর্মকর্তারা।

অধিনায়ক হিসেবে তামিম কতটা সফল? এমন প্রশ্নে তামিমের বিপক্ষে যাবে পরিসংখ্যানের ফল। বিপিএলে তামিম একাধিকবার নেতৃত্ব দিয়েছেন। পরক্ষণে সমালোচনাও সহ্য করেছেন। শেষ দুই আসরে নেতৃত্ব দেওয়া ছাড়াই খেলছেন তামিম ইকবাল। বাংলাদেশের হয়ে তামিম একাধিকবার সহকারী অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তবে ২০১৯ এর কখনোই পাননি নেতৃত্বের পূর্ণ দায়িত্ব। গত বিশ্বকাপের পরে শ্রীলঙ্কা সিরিজে প্রথম বারের মতো তিন ম্যাচ নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। প্রথম বারে সফল হতে পারেননি চট্টলার সন্তান। পাশাপাশি নেতৃত্বের চাপে নিজের নামের পাশেও সুবিচার জোটেনি। তাতেই নেতৃত্বের অনাগ্রহ ঘটে তামিমের। ভারপ্রাপ্ত অধিনায়কের ব্যর্থতায় বিসিবি আস্থা হারাননি। নতুন করে স্বপ্ন বুনেছেন। তামিমের কাঁধে আবারও তুলে দিয়েছেন গুরু দায়িত্ব। নিশ্চয়ই তামিম শ্রীলঙ্কা সিরিজকে ভুলে গিয়ে আবার নতুন করে নতুন দায়িত্ব শুরু করতে চাইবেন।

255 Views

আরও পড়ুন

ছাড়ানো হচ্ছে শিবিরের নামে
নীলফামারীতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হাতে সেনা সদস্য হেনস্তার শিকার

চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা">

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন" প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি...
চাকসু-২৫ এ”আইন ও মানবাধিকার সম্পাদক “পদপ্রার্থী ” মাহি’র ইশতেহার ঘোষনা

গোরকঘাটা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা

বিবিসিতে তারেকের সাক্ষাৎকারঃ ভারতীয় আগ্রাসন ও আওয়ামী খুনিচক্রের বিরুদ্ধে নীরব উচ্চারণে বজ্রনিনাদ

শান্তিগঞ্জে বাউল বশির উদ্দিন সরকার প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত

শেরপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে পাচারকারী চক্রের সদস্যসহ আটক ২৪

টেকনাফে র‌্যাবের অভিযানে ১৩ রোহিঙ্গা আটক

মহেশখালীতে পুলিশ অ্যাসল্ট মামলার অন্যতম আসামি রবিউল গ্রেফতার করেছে র‍্যাব-১৫

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য মনোনীত হলেন সুবিপ্রবি উপাচার্য ড. মো. নিজাম উদ্দিন

শান্তিগঞ্জে পিকআপ-সিএনজি সংঘর্ষে গুরুতর আহত-৫ জন: এক শিশুর হাত দ্বিখন্ডিত

প্রতিষ্ঠা বার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন

মাদারীপুরে বাক প্রতিবন্ধী পিতার বড় ছেলে সম্রাটের মৃত্যু