হুমায়ুন কবির পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের পেকুয়ায় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ডুলাহাজারা ক্রীড়া সংসদকে ট্রাইবেকারে ৮-৭ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ।
১৬ এপ্রিল(বুধবার) বিকাল ৪ঘটিকার সময় পেকুয়া শহিদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ সৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট পূর্ণ এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় দশ হাজারের অধিক দর্শকের উপস্থিতিতে আক্রমণ পাল্টা আক্রমণে দর্শনীয় ফুটবল উপভোগ করলেও প্রথমার্ধে গোল উদযাপনের সুযোগ হয়নি দর্শকদের। প্রথমার্ধের শেষ মিনিটে উজানটিয়ার বিদেশি ফরোয়ার্ড সামসির শর্ট ডুলহাজারার গোলকিপার সাইফুল আটকে দেন, ছিটকে যাওয়া বল আবদুল্লাহর আক্রমণও আটকে দেন। গোল শূন্য শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধের পুরো সময় আধিপত্য বিস্তার করে খেলে আবদুল্লাহ, সামসি সিন সৈনিক গোল আদায় করতে পারেনি। দ্বিতীয়ার্ধের ১৭ মিনিটে সহজ সুযোগ কাজে লাগাতে পারেনি উজানটিয়ার সৈনিক। ২৮ মিনিটের সময় উজানটিয়ার আরিফের দীর্ঘ পাশ থেকে বিদেশী খেলোয়াড় সিন ডি বক্সের ভিতরে বল পেয়ে গোল করতে সক্ষম হননি।
গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে গড়ায় ফাইনাল খেলা।
দু'দলে ৫ টি করে ট্রাইবেকারে গোল করতে সক্ষম হলে অতিরিক্ত ৩ টি শর্ট নিতে উজানটিয়ার গোলরক্ষকের হাতে ডুলহাজারার আয়ুবআলীর ৮ নং শর্টি আটকে বিজয়ের উন্মাদনায় মেতে ওঠে উজানটিয়া দল ও হাজারো দর্শক। উজানটিয়া সম্মিলিত ফুটবল একাদশ ট্রাইবেকারে ৮-৭ গোলে টপ ফেবারিট ডুলহাজারাকে হারিয়ে আরফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বাড়ি ফেরেন সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ।ফাইনাল খেলার ম্যান অব দ্যা ম্যাচ হয় সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশের গোলরক্ষক সাঈদি।
উক্ত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মইনুল হোসেন চৌধুরী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি শাহজাহান চৌধুরী, উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান, পেকুয়া থানার অফিসার ইনচার্জ সিরাজুল মোস্তফা, চকরিয়া মানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, এনামুল হক, মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, মাতামুহুরি বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইকবাল হোছাইন, শোয়াইবুল ইসলাম সবুজ, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি ওসমান গনি, আলাউদ্দিন চৌধুরী, দক্ষিণ ধুরুং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির খোকন, শাহাদত ইকবাল প্রমুখ।
ফাইনালে চ্যাম্পিয়ন হয়ে দর্শকদের উদ্দেশ্য সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশের টিম ম্যানেজার আনোয়ার হোসেন এমজারুল বলেন উজানটিয়া সকল দর্শক আমার প্রাণ ছিল,তাঁদের সাপোর্টের কারণে আজ আমরা চ্যাম্পিয়ন হলাম,এই চ্যাম্পিয়ন ট্রপি আমি পেকুয়া উপজেলার পুরো দর্শক এবং আর্থিক ভাবে সহযোগিতা করেছেন তাদের উৎসর্গ করলাম।উজানটিয়াবাসীকে ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০