আরফাত আরেফিন,টেরীবাজার(চট্টগ্রাম)থেকে–
টেরীবাজার চ্যাম্পিয়ন লীগ ফুটবল টুর্নামেন্ট ১৯ইং এর জমকালো অনুষ্ঠানের মাধ্যমে অদ্য ১১ অক্টোবর শুক্রবার বিকাল ৪টায় চট্টগ্রাম লালদিঘীর মাঠ প্রাঙ্গণে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলার আলহাজ্ব ইসমাইল বালী। প্রধান অতিথি ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলার বাবু জুুহুর লাল হাজারী। বিশেষ অতিথি ছিলেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি লায়ন আলহাজ্ব ওসমান গণি চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব বেলায়েত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান, সহ-সভাপতি ফরিদুল ইসলাম, রাজপরী ও মল ২৪ শপিং মলের চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ন কবির মানিক, সাবেক যুগ্ম সম্পাদক লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল করিম, সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক আলহাজ্ব আবুল মনছুর, সাবেক আইন বিষয়ক সম্পাদক মোঃ মাহাবুবুর রহমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ইসতিয়াক উদ্দীন, সাহিত্য ও ধর্মীয় সম্পাদক মাওলানা ইমরান সাঈদী, সাবেক দপ্তর সম্পাদক শেখ সরওয়ার্দী বাহাদুর, কেবি অর্কিট প্লাজা দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির প্রচার ও প্রকাশনা আব্দুল মালেক, সফিউল আজম, রফিকুল ইসলাম, মোঃ আলমগীর, মোঃ জাবেদ ইকবাল, জামাল হোসেন, টেরীবাজার চ্যাম্পিয়ন লীগ পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক মোঃ কফিল উদ্দীন, আহ্বায়ক মোঃ আরফাত হোসেন আরেফিন, মোঃ ইব্রাহিম, মোঃ শহিদুল ইসলাম, মোঃ জসিম উদ্দীন। খেলা পরিচালনা করেন প্রধান রেফারী মোঃ নজরুল ইসলাম (বাদশা), সহকারী রেফারী মোঃ মহিউদ্দিন ও মোঃ সোহেল, খেলায় ধারাভাষ্যকার ছিলেন মোঃ সরওয়ার কামাল। উক্ত ফাইনাল খেলায় প্রতিদ্বন্ধিতা করেন টেরীবাজারের দু’শক্তিশালী দল রাজপরী ফুটবল একাদশ বনাম ঘোষ মার্কেট ফুটবল একাদশ। টানটান উত্তেজনায় ৬০মিনিটের নির্ধারিত সময়ে দুদলের কেউ গোল করতে না পারায় সরাসরি ম্যাচ ট্রাইবেকারে গড়ায়। উক্ত ট্রাইবেকারে ০৬ -০৫ এ রাজপরী ফুটবল একাদশকে হারিয়ে ঘোষ মার্কেট ফুটবল একাদশ বিজয় লাভ করে চ্যাম্পিয়ান হন। ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছে ঘোষ মার্কেট ফুটবল একাদশের অধিনায়ক মোঃ রকি। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ঘোষ মার্কেট একাদশের অধিনায়ক মোঃ রকি, সেরা গোল রক্ষক হিসেবে নির্বাচিত হন ঘোষ মার্কেট একাদশের গোল রক্ষক মোঃ ইয়াছিন, সেরা গোল দাতা হিসেবে নির্বাচিত হন আমান আলী টাওয়ার একাদশের খেলোয়াড় মোঃ মিনহাজন, টুর্ণামেন্টের সুশৃঙ্খল দল নির্বাচিত হন এসকে সুপার কিংস্।