ঢাকাশুক্রবার , ১৪ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

চীনা ভাষায় চ্যাম্পিয়ন ২য় ব্যাচের শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ ভিশন
১৫ ফেব্রুয়ারি ২০২০, ৭:০৮ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ঢাকা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বিভাগটির দ্বিতীয় ব্যাচ। পাশাপাশি রানার্স-আপ হয়েছে বিভাগটির চতুর্থ ব্যাচ। আজ (শনিবার) বিকেলে, বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভাগের প্রতিটি ব্যাচের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো আন্তঃবিভাগ শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে চীনা ভাষা বিভাগ। আয়োজকের দায়িত্ব পালন করেন বিভাগের তৃতীয় ব্যাচ। মূলত প্রতিটি ব্যাচের শিক্ষার্থীদের পরিচিতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বিভাগের শিক্ষার্থীগণ।

টুর্নামেন্টের শুরুতেই নিয়মিত ধারাবাহিক ছিলেন দুই ফাইনালিস্ট ব্যাচ। ম্যাচ বৃদ্ধির লক্ষ্যে টুর্নামেন্টে কোয়ালিফাই ম্যাচের সিদ্ধান্ত নেন আয়োজকেরা। প্রথম কোয়ালিফাই ম্যাচে দ্বিতীয় ব্যাচের ব্যাটিং বিপর্যয়ে প্রথম ফাইনালিস্ট হিসেবে নিজেদের নিশ্চিত করে চতুর্থ ব্যাচ। টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ালিফাই ম্যাচে প্রথম ব্যাচকে হারিয়ে ফাইনালে উঠে দ্বিতীয় ব্যাচ। টুর্নামেন্টের দুই ফেভারিট দল, দ্বিতীয় ব্যাচ এবং চতুর্থ ব্যাচ ফাইনালে উঠায় সমাপ্তি ম্যাচটি বেশ জমজমাট আকার ধারণ করে।

পরিসংখ্যান অনুযায়ী, মল চত্বরের ছোট পিচে দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ম্যাচ জেতার হার ৮০ শতাংশ। তবুও ফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় দ্বিতীয় ব্যাচের কাপ্তান। ওপেনার হামিদ কার্জাইয়ের দৃঢ়তায় স্কোর বোর্ডে উল্লেখযোগ্য রান জমা করে করে দ্বিতীয় ব্যাচ। পরবর্তী ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে শুরু থেকে চাপে পড়ে প্রথম ব্যাচ। উইকেট না হারালেও পর্যাপ্ত রান থেকে খানিকটা পিছিয়ে ছিলেন দলের খেলোয়াড়েরা। শুরুর চাপ শেষ পর্যন্ত তাদের রানের গতিপথ অবরুদ্ধ রাখে। সর্বশেষ ওভারে ১২ রান দরকার হলেও তা নিতে ব্যর্থ হয় চতুর্থ ব্যাচের ব্যাটসম্যানরা।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হিসেবে প্রথম আত্মপ্রকাশ করে বিভাগীয় দ্বিতীয় ব্যাচ। দিনান্তে চ্যাম্পিয়ন ও রানার্সআপের অধিনায়কদের হাতে প্রাইজমানি তুলে দেন বিভাগীয় সিনিয়র এবং আয়োজকেরা। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হন, প্রথম ব্যাচের শিক্ষার্থী সাব্বির হোসেন। ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হন, অনুমিত দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হামিদ কার্জাই।

আরও পড়ুন

সুদানের চলমান সংকট: যুদ্ধ, ক্ষুধা ও মানবিক বিপর্যয়।।

মুন্সিগঞ্জে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, গুলিতে নিহত ১

ঈদগাঁও ফকিরা বাজারে বন বিভাগের জায়গা দখল করে অবৈধ স্থাপনা, টাকা দিয়ে বন বিভাগের জায়গায় স্থাপনা করেছি- নাঈম মেম্বার

মামলার আসামি প্রকাশ্যে ঘুরে নির্বাচনী প্রচারণায়! পুলিশের ভূমিকা রহস্যজনক

কুতুবদিয়ায় সাগরের তীরে এক জেলে নিখোঁজ

কাপাসিয়ার দূর্গাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে আব্দুন নূর চেয়ারম্যান স্মৃতি প্রাথমিক মেধা বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন

জনগণ গণভোট-সনদ এসব বোঝে না : ঠাকুরগাওয়ে মির্জা ফখরুল

স্বরাষ্ট্র ও শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা

সুদানে গণহত্যার প্রতিবাদে ঢাকা কলেজে মানববন্ধন

ডাবুয়ায় ৩৯তম ইসলামী সম্মেলন অনুষ্ঠিত: নবীর আদর্শেই শান্তির পথ

নব-নির্বাচিত (আইডিইবি) গাইবান্ধা জেলা নির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা