স্টাফ রিপোর্টার ::
জমকালো আয়োজনে দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের চকবাজার প্রিমিয়ার লীগের মাসব্যাপী ক্রিকেট টুর্নামেন্টের ৮ম আসরের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর বারোটায় চকবাজার মাঠে সিপিএল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন ও কোষাধ্যক্ষ জসিম উদ্দিন দূর্জয়’র যৌথ পরিচালনায় সিপিএল পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে সিপিএল’র সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্গুরোগ বিশেষজ্ঞ ও শিশু সংগঠক, লক্ষীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ডাঃ দেলোয়ার হোসেন দীপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য নুরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আনোয়ার উল্লাহ, চকবাজার পরিচালনা কমিটির সভাপতি মকবুল আহমেদ ভান্ডারী, আল হাসেম একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোস্তফা কামাল, লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডাঃ এ আর খোকন, চকবাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, চকবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সিকান্দর আহমদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক বাবু অন্নদা রঞ্জন দাস, উপজেলা পরিষদের সিএ সফিক রহমান, সাবেক ইউপি সদস্য ডাঃ আলীনূর, আফতাব উদ্দিন, ডিড রাইটার শরাফত আলী, মনির হোসেন, সাবেক ইউপি সদস্য আলকাছ মিয়া, সাবেক ইউপি সদস্য শকুর আলী, ইউপি সদস্য আরমান আলী, ইউপি সদস্য সোহেল আহমেদ মিন্টু, ইউপি সদস্য তমিজ উদ্দিন, শিক্ষক জাকির হোসেন, উপস্থিত ছিলেন সিপিএল পরিচালনা কমিটির সদস্য মোঃ জহিরুল ইসলাম জীবন, আলআমিন রাজ, রুবেল, রফিক, মামুন, সোহাগ প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন, মাদক ও অপরাধ মুক্ত সমাজ গড়ে তুলতে তরুণদেরকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে হবে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা মানুষের শরীর ও মনকে সতেজ রাখে। খেলাধুলা হচ্ছে শারীরিক মানসিক বিকাশের খোরাক। উল্লেখ্য, চকবাজার প্রিমিয়ার লীগের সমাপনী খেলায় চ্যাম্পিয়ন হয়েছে সাইফ এন্ড ঝোনাক একাদশ ও রানার্সআপ হয়েগেছে বড়কাটা সুপার স্টার।