মহেশখালী, কক্সবাজার :
৫২তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া ফুবল প্রতিযোগিতা ২০২৫ এ মহেশখালী উপজেলা পর্যায়ে ফাইনালে গোরকঘাটা উচ্চ বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পুটিবিলা ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা ফুটবল একাদশ।
গতকাল ৭ (অক্টোবর) বিকাল ৩ টায় গোরকঘাটা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে গোরকঘাটা উচ্চ বিদ্যালয় ফুটবল একাদশ ও পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা ফুটবল একাদশের মধ্যকার ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল উত্তেজনাপূর্ণ লড়াই। খেলায় আক্রমণ-পাল্টা আক্রমণে উভয় দলই গোলের জন্য মরিয়া ছিল। তবে শেষ পর্যন্ত ৩-২ গোল ব্যবধানে জয়লাভ করে পুটিবিলা মাদ্রাসা (ডিগ্রী) মাদ্রাসা ফুটবল একাদশ ।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হেদায়েত উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুর রহমান, বিশিষ্ট ক্রীড়াবিদ, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র এবং পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা পরিচালনা কমিটির সহ-সভাপতি সরওয়ার আজম বিএ। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা খেলাটি উপভোগ করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০