স্পোর্টস ডেস্ক
সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ক্রিকেট যতই আধুনিক হচ্ছে, ততই নতুন নতুন কীর্তি গড়ছে ক্রিকেটাররা। অবশ্য রেকর্ড ভাঙা-গড়ার খেলাই ক্রিকেট। সেটি আরো একবার প্রমাণ করলেন ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোমালিয়া।
বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার বালিতে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্দোনেশিয়া ও মঙ্গোলিয়া নারী ক্রিকেট দল। ম্যাচে মঙ্গোলিয়াকে বলতে গেলে একাই হারিয়েছেন ইন্দোনেশিয়ার ক্রিকেটার রোমালিয়া। একাই ৭ উইকেট নিয়ে তিনি গড়েছেন বিশ্বরেকর্ড। শুধু তাই নয় ৩.৩ ওভার বল করে কোনও রানই দেয়নি এই ইন্দোনেশিয়ান ক্রিকেটার। আর এতেই পুরুষ এবং নারী ক্রিকেটের সব রেকর্ডবুক নতুন করে লিখলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ০ রানে ৭ উইকেট নেয়ার নজির এবারই প্রথম।
এ নিয়ে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৭ উইকেট নেয়ার ঘটনা ঘটেছে তিনবার। ৭ উইকেট নেয়া বাকি দুই বোলার ফেডেরিক ওভারডিজক ও অ্যালিসন স্টকস। কোনো রান না দিয়ে সেরা বোলিংয়ের কীর্তি আগে ছিল নেপালের অঞ্জলি চাদের। মালদ্বীপ নারী দলের বিপক্ষে ২০১৯ সালে ০ রানে ৬ উইকেট নেন অঞ্জলি।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০