ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

ওসমান একাদশকে ২ গোলে হারিয়ে স্বপ্নের ফাইনালে সম্মিলিত উজানটিয়া একাদশ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
৩ এপ্রিল ২০২৫, ১০:৩১ অপরাহ্ণ

Link Copied!

হুমায়ুন কবির,পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পেকুয়া স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে বারবাকিয়ার ওসমান একাদশকে ০-২ গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন সম্মিলিত উজানটিয়া একাদশ।

৩ এপ্রিল(বৃহস্পতিবার) বিকাল ৪টা ৩০মিনিটের সময় পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে আরাফাত রহমান কোকো গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বারবাকিয়া ওসমান একাদশ বনাম সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশের মুখোমুখি হয়। প্রথম সেমিতে বারবাকিয়া ওসমান একাদশকে ২-০ গোলে হারিয়ে উজানটিয়া সম্মিলিত ফুটবল একাদশ ফাইনালে উত্তীর্ণ হয়।

খেলা শুরুর ৩ মিনিটের শেখ সেভের দূর্দান্ত পাশ থেকে ডি-বক্সের ভিতরে ফরেনার আবদুল্লাহর শট অলৌকিক ভাবে বারবাকিয়ার গোল রক্ষক সুমন আটকে দিলে বিপদ মুক্ত হয়। পাল্টা আক্রমণে ওমর চার শট উজানটিয়ার গোলরক্ষক সাইদি কর্নারের বিনিময়ে রক্ষা করেন। এরপরে হাসানের শটটিও কর্ণারের বিনিময়ে রক্ষা করে দলকে বিপদ মুক্ত করলেও আক্রমণ পাল্টা আক্রমণে উত্তেজনা পূর্ন খেলার ১৫ মিনিটের মাথায় ডিবক্সের বাহির থেকে উজানটিয়ার ফরোয়ার্ড সাগরের বাম পায়ের জোরালো শট বারের কোনাঘেসে জালে জড়ালে পুরো স্টেডিয়ামে উল্লাসের সৃস্টি হয়। ২৬ মিনিটের মাথায় ১০ নং জার্সি পরিহিত উজানটিয়ার ফরোয়ার্ড আবদুল্লাহর শট বার ছুয়ে গোল মিস হলে ব্যাবধান বাড়াতে পারেনি। আবারো উজানটিয়ার সাগরের আক্রমণ গোলরক্ষক সুমনের হাতে আটকা পড়লে প্রথমার্ধের খেলায় সম্মিলিত উজানটিয়া ফুটবল একাদশ ১-০ ব্যাবধানে এগিয়ে থেকে শেষ হয়। দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মাথায় উজানটিয়ার সাগর নিজের ২য় গোল করলে ২-০ ব্যাবধানে এগিয়ে যায়। আক্রমণ পাল্টা আক্রমণে দুদল সমান তালে লড়াই করলেও বারবাকিয়া ওসমান একাদশ ছন্দ হারিয়ে ফেলে। উজানটিয়ার মুহুর্মুহু আক্রমণ বারবাকিয়ার খেলোয়াড়দের ডিপেন্ডেবল ফুটবল খেলতে বাধ্য করে। শেষ পর্যন্ত উজানটিয়া সম্মিলিত ফুটবল একাদশ প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট নিশ্চিত করে। ২টি গোল করে সাগর ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন।

খেলা পরিচালনা কমিটির সভাপতি ও পেকুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ ছাফওয়ানুল করিমের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মো. সানাউল্লাহ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মগনামা ইউনিয়ন বিএনপির আহবায়ক ফয়সাল চৌধুরী, সদস্য সচিব এস,এম, জাকির হোছাইন, পেকুয়া কোওপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি তারেক সিদ্দিকী, সেক্রেটারি জসিম উদ্দিন, মগনামা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোজাফফর আহমদ বাদশা, আবু তাহের হেলালী, ইউনিয়ন যুবদলের সভাপতি খালেদ মোশাররফ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আজমগীর, উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক মইন উদ্দিন, প্রবাসী ঐক্য পরিষদের সাবেক আহবায়ক জাহেদুল ইসলাম।

435 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

দেশে চলমান পরিস্থিতিতে সন্ধ্যায় বড় দুই দলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা

চিকিৎসকের উপর হামলা: ছাত্রদলের ৫ নেতার বিরুদ্ধে মামলা

তৃতীয়বারের মতো সেরা চান্দগাঁও থানার ওসি আফতাব উদ্দিন

চকরিয়া ছুরিকাঘাতে মাছ ব্যবসায়ী নিহত

শান্তিগঞ্জে পুলিশ সদস্য জুনায়েদ আহমদ আল আমিনের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন

সাদিক কায়েমের প্রশংসায় প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের

শান্তিগঞ্জে মাইক্রোবাস শ্রমিক কমিটির নির্বাচন সম্পন্ন,সভাপতি শাহ আলম,সম্পাদক আবদাল

কোভিড-১৯ ও গণঅভ্যুত্থান দেখিয়েছে স্বাস্থ্যখাত কতটা অপ্রস্তুত: ডা. তাসনিম জারা

কোটি তরুণের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঢাকার তারুণ্যের সমাবেশ সফল করতে হবে-মিজান চৌধুরী

বিআইএম এ্যালুমনাই সোসাইটির ২০২৫-২৭ বর্ষের নির্বাচন সম্পন্ন

চকরিয়ায় সার্বক্ষণিক রোগীদের সেবা দিচ্ছেন সার্জারী বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুল মান্নান