ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

এক ম্যাচেই লিটন এগিয়েছে ৪ ধাপ!

প্রতিবেদক
নিউজ ভিশন
৭ মার্চ ২০২০, ১:২১ অপরাহ্ণ

Link Copied!

মুহা. ইকবাল আজাদ, ঢাকা।
জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ওয়ানডেতে লিটনের ব্যাটিং গড় ৪ ধাপ বৃদ্ধি পেয়েছে। ২৮.২২ গড়ে ব্যক্তিগত ৯০৩ রান নিয়ে গতকাল ম্যাচ শুরু করেছিলেন লিটন দাস। টসে হেরে ব্যাটিংয়ে নেমে সাবলীলভাবেই দিনের সূচনা করেন লিটন। শুরুতে তামিম থেকে পিছিয়ে থাকলেও সাবধানী ব্যাটিংয়ে মুহূর্তেই তামিমকে টপকে যান। ইনিংসের ১৬তম ওভারে অর্ধশতক এবং ৩৩তম ওভারে ক্যারিয়ারের তৃতীয় শতক তুলে নেন লিটন দাস। মাঝে বৃষ্টি এসে খেলাকে সাময়িক পণ্ড করে। দর্শকদের মনে বিরক্তির সৃষ্টি করে। বৃষ্টির পরে মাঠে যেন এক দানব লিটনের আবির্ভাব দেখে ক্রিকেটপ্রেমীগণ। শেষ ২১ বলে লিটনের ব্যাট থেকে আসে মূল্যবান ৬৮ রান। তাতেই রেকর্ড বনে যান লিটন দাস। টপকে ফেলেন ওয়ানডেতে তামিমের ব্যক্তিগত সর্বোচ্চ রানের মাইলফলক। মাঠ ছাড়ার আগে ব্যক্তিগত ঝুলিতে ১৭৬ রানের দানবীয় স্কোর যোগ করেই তবে বিদায় হন। এতেই একদিনের আন্তর্জাতিক ম্যাচে লিটনের ব্যাটিং গড় ৪ ধাপ বৃদ্ধি পায়। ম্যাচ শেষে ৩২.৭০ গড়ে বর্তমানে ব্যক্তিগত ১০৭৯ রানে অবস্থান করছেন লিটন দাস।

২০১৫ সালে লিটনের ভারতের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়। মোস্তাফিজের জাদুতে সেবার বাংলাদেশ সিরিজ জিতলেও অভিষেকে আহামরি কিছু করতে পারেননি লিটন দাস। ২০১৫ সালে ৯ ম্যাচ সুযোগ পেয়ে নিজের ব্যর্থতায় দল থেকে বাদ পড়েন। ঘরোয়াতে পারফর্ম করে ২০১৭ তে আবার দলে ডাক পান লিটন দাস। ৩ ম্যাচ সুযোগ পেলেও ব্যর্থতা আবার হানা দেয় লিটনকে। তাতেও ম্যানেজমেন্ট আস্থা হারাননি। সুযোগ পেলেই লিটনকে ডেকেছেন, দলে সুযোগ দিয়েছেন। খেলোয়াড় লিটনের আবির্ভাব হয় ২০১৮ সালের এশিয়া কাপে। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচে ১২১ রানে কাব্যিক ইনিংস লিটনকে ক্রিকেট বিশ্বে নতুন করে পরিচয় করিয়ে দেয়। ২০১৮ সালেই ক্যারিয়ারের প্রথম শতক, অর্ধশতক অর্জন করেন লিটন দাস। ২০১৯ সালে ৯ ম্যাচে ৩২.৮৮ গড়ে করেন ২৬৩ রান। এ বছর জিম্বাবুয়ে দিয়ে লিটনের ওয়ানডেতে সূচনা হয়। তাতে ৩ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৩১১ রান আদায় করে পরিণত লিটনের ইঙ্গিত দেন।

‘ক্রিকেট একটি হতাশার খেলা’ কিছুদিন সংবাদ সম্মেলনে এমনটা বলেছিলেন লিটন দাস। গতকাল লিটনের ১৭৬ রানের দানবীয় ইনিংস দেখে অনেকেই দেশের প্রথম দ্বিশতকের আশা করেছিলেন। কেউ কেউ বলেছেন, পূর্ণ ওভারের খেলা হলে লিটন কাজটা সম্পন্ন করতে পারতেন। দর্শক মনে এমন আক্ষেপ, হতাশার সুর বরাবরই বিরাজ করছিলো। দ্বিশতকের কতটা আশা করেছিলেন লিটন? উত্তরে লিটন বলেছেন, ‘এমন কোন চিন্তাও করেননি তিনি। বরং কাপ্তান মাশরাফির বিদায়ী দিনে ম্যাচ জেতাই ছিলো তার লক্ষ্য।’ কিছুদিন আগে ৬০/৭০ করতে না পারার আক্ষেপ ভোগা লিটন ছিলেন বড্ড আত্মপ্রত্যয়ী। গতকাল দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দেড় শতক পার করেছেন। লিটন এবার দ্বিশতকের স্বপ্ন দেখছেন। সুযোগ পেলে করেও দেখাবেন বলে আশা করছেন। স্বপ্নই মানুষকে বড় করে তোলে। কঠোর পরিশ্রম আর আত্মবিশ্বাস হয়তো লিটনের স্বপ্নকে একদিন বাস্তব পরিনত করবে।

150 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির