মুহা. ইকবাল আজাদ, ঢাকা
রিচার্ড স্টোয়নার, বাংলাদেশ অনুর্ধ্ব ১৯ দলের সহকারী কোচ, ৫টি বাংলা জানেন। তার মাঝে একটি হলো ‘শেষ করি আসো।’ বাংলাদেশের দলের ইতিহাস গড়তে ১৭ রান প্রয়োজন। রিচার্ড ডাগ আউট থেকে চিল্লিয়ে বলছিলেন, শেষ করি আসো। কাপ্তান আকবর আলী কোচের কথা শুনেছেন, শেষ করে এসেছেন। ইতিহাস গড়েছেন।
অ১৯ বিশ্বকাপে বাংলাদেশের সর্বোচ্চ স্থান ছিলো তৃতীয়। আকবর আলীর দল কিছুদিন আগে নিজেদের সর্বোচ্চ স্থানে তুলে নিয়েছেন। গতকাল নাবিল আইসিসির ইন্টারভিউতে বলেছিলেন, আর একটি ম্যাচ আছে। তারা এই ম্যাচটি জিততে চায়। বাংলাদেশ একটি ম্যাচ জিতেছে। নিজেদের নাম শিরোপায় লিপিবদ্ধ করেছে।
শুরু থেকেই ভারতকে চেপে রেখেছিলেন বাংলাদেশ। একমাত্র জশওয়াল ছাড়া বাকি সবাই ছিলেন নড়বড়ে। বাংলাদেশের বোলিং তোপে ভারত গুটিয়ে যায় ১৭৭ রানে। ব্যাটিংয়ের শুরুটা খুবই ভালো করেছিলো বাংলাদেশ। কিন্তু বিষ্ণুর গুগলির তোপে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। দর্শক মনে আবারও জেগেছিল হৃদয় ভাঙার দুঃস্বপ্ন। কিন্তু কাপ্তান আকবর আলী তার ফ্যাশন দেখিয়েছেন। ঠান্ডা মাথায় বল দেখেছেন, বল ছেড়েছেন, বল মেরেছেন। শেষ মুহূর্তে বৃষ্টি আইনে দলকে জয়ের তীরে ভিড়িয়েছেন।