ডি এইচ মনসুর :
আনোয়ারায় এসএসপিএল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার গহিরা সমুদ্র সৈকতে এ খেলার আয়োজন করে খোর্দ্দ গহিরা সোনালী সংঘ। সংগঠনের সভাপতি ইলিয়াছ দিদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক শওকত ওসমান।
উদ্বোধক ছিলেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম। সংগঠনের সাধারণ সম্পাদক ওবাইদুল হক মুন্নার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি এস এম শফিকুর রহমান ও রায়পুর ইউপি সদস্য আবদুস সবুর।
উদ্বোধনী খেলায় অংশ নেয় বখতিয়ার সোসাইটি ফুটবল একাদশ বনাম বোয়ালিয়া ওয়াহেদ পাড়া ফুটবল একাদশ। খেলায় উপজেলার বিভিন্ন এলাকার ২২টি ফুটবল দল অংশ গ্রহণ করে। খেলায় ধারাভাষ্যকার ছিলেন বশির রিফাত ও চান হরিমন্ডল।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০