ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. খেলাধুলা

আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান দশম

প্রতিবেদক
নিউজ এডিটর
২১ ফেব্রুয়ারি ২০২২, ৮:৪৩ অপরাহ্ণ

Link Copied!

আইসিসির আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে বাংলাদেশের অবস্থান দশম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে জিতে শীর্ষে উঠে গেছে ভারত। দুইয়ে নেমে গেছে ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার সঙ্গে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিতে বাংলাদেশকে পেছনে ফেলে নয় নম্বরে উঠে গেছে শ্রীলঙ্কা। যদিও বাংলাদেশ ও শ্রীলঙ্কার রেটিং সমান (২৩১)। রেটিং সমান শীর্ষে থাকা ভারত আর দুইয়ে থাকা ইংল্যান্ডেরও (২৬৯)।

বাংলাদেশ শুধু একটা ব্যাপারেই তৃপ্ত থাকতে পারে, অন্তত নভেম্বরে র‍্যাঙ্কিংয়ের অবস্থা এর চেয়ে একটু ভালো ছিল! আজ আইসিসির প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের যা অবস্থান, নভেম্বরেও সেটিই থাকলে যে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাংলাদেশকে আগে প্রথম পর্ব নামের ‘বাছাইপর্বে’ খেলতে হতো।

বাংলাদেশের জন্য স্বস্তিটা এখানেই যে, র‍্যাঙ্কিংয়ের বিচারে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে কোন দল সরাসরি ‘সুপার টুয়েলভে’ খেলবে আর কারা খেলবে প্রথম পর্বে, সেটি ঠিক করতে ১৫ নভেম্বরের র‍্যাঙ্কিংকেই ‘কাট-অফ টাইম’ ধরে নেওয়া হয়েছিল।

সে সময়ে ওয়েস্ট ইন্ডিজ টানা দুই হারে দশে নেমে যাওয়ায় বাংলাদেশ উঠে গিয়েছিল আট নম্বরে, সে সুবাদে সরাসরি সুপার টুয়েলভেই জায়গা মেলে সাকিব-মুশফিকদের।
এরপর গত মাসে প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল নয় নম্বরে। কিন্তু আজ প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নেমে বাংলাদেশের অবস্থান এখন দশম। হওয়ারই কথা গত অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব থেকেই এই সংস্করণে জয় যে বাংলাদেশের জন্য ‘সোনার হরিণ’ হয়ে দাঁড়িয়েছে। বিশ্বকাপের ‘সুপার টুয়েলভে’ পাঁচ ম্যাচে তো হেরেই বাড়ি ফিরেছে বাংলাদেশ, এরপর পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাটিতে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেও জুটেছে হার। সর্বশেষ জয় আল-আমেরাতে প্রথম রাউন্ডে ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে।

টি-টোয়েন্টিতে যেখানে এক-দুই ম্যাচে হার-জিতই র‍্যাঙ্কিংয়ে পার্থক্য গড়ে দেয়, সেখানে টানা আট ম্যাচে হারে বাংলাদেশ যে পেছাবে—এ আর আশ্চর্য কী! অথচ গত সেপ্টেম্বরে নিজেদের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের সময়ও বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের সাত নম্বরে উঠে গিয়েছিল।

সে সময় সিরিজের প্রথম ম্যাচে জেতার পর বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ের সাতে ওঠে। তখন তো আলোচনা এমন ছিল যে, খর্বশক্তির নিউজিল্যান্ডকে বাংলাদেশ সিরিজে সব ম্যাচেই হারাতে পারলে র‍্যাঙ্কিংয়ের পাঁচেও ওঠার সুযোগ থাকবে সাকিব-মোস্তাফিজদের। তা হয়নি, সিরিজে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

এ তো গেল বাংলাদেশের প্রসঙ্গ, টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষেও অদলবদল হয়েছে। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারানোর পুরস্কার রোহিত শর্মার দল পেয়েছে র‍্যাঙ্কিং শীর্ষে উঠে। ৩৯ ম্যাচে ভারতের পয়েন্ট ১০৪৮৪, সমান ম্যাচে ইংল্যান্ডের পয়েন্ট ১০ কম।

সেরা পাঁচে অন্য দলগুলো—পাকিস্তান (রেটিং ২৬৬), নিউজিল্যান্ড (২৫৫) ও দক্ষিণ আফ্রিকা (২৫৩)। শ্রীলঙ্কাকে ৪-১ ব্যবধানে সিরিজ হারানো অস্ট্রেলিয়া আছে ছয় নম্বরে (২৪৯), সাতে ওয়েস্ট ইন্ডিজ (২৩৫)। আট নম্বরে আফগানিস্তান (২৩২)।

152 Views

আরও পড়ুন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ

সড়ক দুর্ঘটনায় আহত ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির