মুহা. ইকবাল আজাদ
রান করতে না পারায় আইপিএলে ফ্র্যাঞ্চাইজি মালিকের হাতে চড় খেয়েছেন কিইউ কিংবদন্তি রস টেইলর। সম্প্রতি নিজের লেখা “ব্লাক এন্ড হোয়াইট" বইতে এমন অভিযোগ তুলেন সাবেক কিউই কাপ্তান। ২০১১ সালে রান করতে না পারায় টেইলরের গালে একাধিকবার হাত তুলেন রাজস্থান রয়েলের এক মালিক।
মহালিতে সেদিন রান তাড়া করতে নামেন টেইলরের দল। ১৯৫ রান তাড়া করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়ে ০ রানে মাঠ ছাড়েন এই ডানহাতি। খেলা শেষে হোটেলের ছাদে টিম মিটিংয়ে বসেন ক্যাপ্টেন শেন ওয়ার্ন এবং ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। সেখানে দলের এক মালিক হাসতে হাসতে টেইলরের গালে তিন চারবার চড় মারেন।
টেইলর জানান, চড় খুব জোরে না হলেও তিনি বেশ বিস্মিত হয়েছেন। ব্যক্তিগত কারনে তিনি তখন তিনি ইস্যু করতে চাননি। তবুও পেশাদার ক্রিকেটে কীভাবে এটা হতে পারে তিনি ভেবে পাচ্ছিলেন না। তিনি আরও বলেন, ডাক মারার জন্য দলের কর্তৃপক্ষ তার গায়ে হাত তুলতে তুলতে বলেন, ‘তোমাকে আমি ০ করার জন্য মিলিয়ন মিলিয়ন ডলার দেই না
২০০৯ সালে আইপিএলে রয়েল চ্যালেঞ্জ ব্যাঙ্গুলরের হয়ে অভিষেক ঘটে রস টেইলরের।শুরুর বছরে ১১ ইনিংসে ১৩৪.৬১ স্ট্রাইকে ২৮০ রান করেন রস। টানা ৩ বছর যুবরাজদের সাথে খেলেন সাবেক এই কিইউ অধিনায়ক। ২০১০ সালের পরে আরসিবি টেইলরকে ছেড়ে দিলে ১ মিলিয়ন ডলারে দলে ভেড়ায় রাজস্থান রয়েলস।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০