মুহা. ইকবাল আজাদ, ক্রীড়া প্রতিবেদক।
জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা করোনায় আক্রান্ত হয়েছেন, এটা পুরনো খবর। কিন্তু সাধারণ মানুষকে আরও আতঙ্কিত করতে কিংবা তাতিয়ে দিতে কিছু লোক প্রকাশ করছেন নানান মিথ্যা খবর। সকল মিথ্যাকে অসত্য জানতে, এবার মাশরাফি নিজেই তার ভেরিফাইড পেজে বর্তমান অবস্থা জানিয়েছেন। তিনি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন।
মাশরাফি তার ভেরিফাইড পেজে বলেন, "আমি এখন পর্যন্ত শারীরিক ভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিৎসা সেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পুর্নভাবে ভিত্তিহীন। কোন কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজ এ আপনারা বিচলিত হবেন না।
সবাই আমার জন্যে দোয়া করবেন। সবাই কে একত্রে থেকে এই যুদ্ধে আমাদের জয় লাভ করতে হবে।
আল্লাহ সবার সহায় হোন।"
অথচ, আজ কিছু গণমাধ্যম 'মাশরাফি অবস্থার অবনতি', 'মাশরাফি হাসপাতালে ভর্তি' ইত্যাদি হেডলাইনে মানুষকে বিভ্রান্ত করেন। পরে মাশরাফি সুস্থতার খবর নিশ্চিত করেন তার ছোট ভাই মোরসালিন মুর্তজা। এবার ম্যাশ নিজেই শারীরিক সুস্থতার কথা জানিয়েছেন। সবাইকে দোয়া করতে আহবান করেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেও মাশরাফি তার পেজে একটা সুপরিচিত অনলাইন পোর্টালের একটা হেডলাইন নিয়ে মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০