ষ্পোর্টস ডেস্ক :
ত্রিদেশীয় সিরিজের ফাইনালে মঙ্গলবার শিরোপা নির্ধারণী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবেন টাইগাররা। আর তাতে আফগানিস্তান এর বিপক্ষে জয় পাওয়া একাদশটির উপরেই আস্থা রাখার সম্ভাবনা প্রবল।
লিগপর্বে ঢাকা ও চট্টগ্রামে দুটি করে ম্যাচ খেলে বাংলাদেশ। ঢাকা পর্বে যে স্কোয়াড ছিল, চট্টগ্রাম অধ্যায়ে তাতে পাঁচটি পরিবর্তন আনেন টাইগাররা।
রাজধানীতে নিজেদের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে হারায় বাংলাদেশ। তবে পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হারে তারা। তবে বন্দরনগরীতে দুই ম্যাচেই জয় পেয়েছেন স্বাগতিকরা। ফাইনালি লড়াইয়ে সেই স্কোয়াডেই আস্থা রেখেছেন নির্বাচকরা।
ঢাকা-চট্টগ্রাম হয়ে ফের ঢাকায় এসেছে টুর্নামেন্ট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ফাইনাল। হোম অব ক্রিকেট ম্যাচটি গড়াবে আগামীকাল সন্ধ্যা সাড়ে ৬টায়। এটি জিততে পারলে দ্বিতীয়বারের মতো কোনো বহুজাতিক প্রতিযোগিতার শিরোপা জিতবে বাংলাদেশ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০