মুহা. ইকবাল আজাদ, ঢাকা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে নেমে সেঞ্চুরির ছোঁয়া স্পর্শ করেছেন মাশরাফি বিন মুর্তজা। ৪৯তম ওভারে মিরাজের বিদায়ের পর মাঠে নামলেও একটি বলও খেলার সুযোগ পাননি ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। কিন্তু বল হাতে ঠিকই উইকেটের সেঞ্চুরি আদায় করে নিয়েছেন মাশরাফি। অধিনায়ক হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে জিম্বাবুয়ের শততম উইকেট কাপ্তান ম্যাশ।
অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি উইকেট আদায় করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরাম। শীর্ষ তিনে আছে পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের নামও। কিংবদন্তিদের সাথে গতকাল নিজের নামখানাও জুড়ে নিয়েছেন মাশরাফি। দলনেতা হিসেবে উইকেট তোলার শীর্ষ পাঁচে জ্বলজ্বল করছে মাশরাফির নাম। গত ৮৬ ম্যাচে ১০০ উইকেট নিয়ে পঞ্চম অধিনায়ক হিসেবে রেকর্ড বুকে নিজের নাম লিপিবদ্ধ করেন ম্যাশ।
‘জিম্বাবুয়ের সাথে ক্যাপ্টেন মাশরাফির শেষ অধ্যায়’- কিছুদিন আগে এমনটাই ঘোষণা দিয়েছেন নাজমুল হাসান পাপন। সেই হিসেবে কাপ্তানদের উইকেট অর্জনের তালিকার শীর্ষে দেখার সম্ভাবনা নেই মাশরাফির। তবে আগামী দুই ম্যাচে দুই উইকেট পেলে ক্যারিবিয়ান হোল্ডারকে টপকে চতুর্থ স্থানে আসতে পারেন ম্যাশ।
প্রসঙ্গত, গত ম্যাচের দুই উইকেট অর্জনের মধ্য দিয়ে মাশরাফি তার দীর্ঘ ক্যারিয়ারের মোট ৭০০ উইকেট লাভ করেন। সাধারণ দৃষ্টিতে অর্জনের পাল্লাটা কারো চোখে কম হলেও ইনজুরি প্রবণ ম্যাশের এমন অর্জন ছোট করে দেখার তেমন সুযোগ নেই। দীর্ঘদিন কষ্টের এই অসামান্য অর্জন ভক্তদের চোখে কিছুটা হলেও শান্তির যোগান দিবে।