ঢাকামঙ্গলবার , ১২ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ

৫ দফা দাবিতে জবি ছাত্রদলের স্মারকলিপি, বিক্ষোভ মিছিল এবং সংবাদ সম্মেলন

প্রতিবেদক
ক্যাম্পাস সাব-ইডিটর
১২ আগস্ট ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ

Link Copied!

জবি প্রতিনিধি

সম্পূরক বৃত্তি ও অস্থায়ী আবাসন নির্মাণসহ পাঁচ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল, সাথে বিক্ষোভ মিছিল করে এবং সংবাদ সম্মেলন করেন।

আজ মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি হস্তান্তরের পর বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলা প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে শাখা সংগঠনের নেতাকর্মীরা। লিখিত বক্তব্যে শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল অভিযোগ করেন, গত বছরের নভেম্বরে বিশ্ববিদ্যালয় সংস্কারের জন্য উপাচার্যের কাছে ২১ দফা দাবি জমা দেওয়া হলেও এখন পর্যন্ত একটি দাবিও বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, “আমাদের দাবিগুলো যদি দ্রুত পূরণ না হয়, তবে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। স্বৈরাচারের সহযোগী ছাত্রলীগের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীর বিচার না হলে জবির শিক্ষাঙ্গনে সুস্থ পরিবেশ ফিরবে না।”

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “ফ্যাসিস্টের সহযোগী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যারা ফৌজদারি অপরাধে যুক্ত ছিলেন, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে। অন্যথায় জকসুর সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হবে না। তাই দ্রুত সময়ের মধ্যে বিচারকার্য সম্পূর্ণ করে জকসু নির্বচন প্রক্রিয়া তরান্বিত করতে হবে। ”

তিনি আরো বলেন, বিচার প্রলম্বিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি প্রহসন তৈরি করছে, যা বিচারপ্রার্থীকে
বিচার চাইতে গিয়ে মবের স্বীকার হতে হয়। এ দায় প্রশাসনকে নিতে হবে। আমরা বলেছি ফৌজদারি অপরাধী যারা নয়, যারা ফ্যাসিস্টকে দীর্ঘায়িত করতে সহায়তা করেনি তাদের দায়মুক্তি দেয়া হোক।

তাদের দাবিগুলো হলো—
১. অবিলম্বে আবাসিক ভাতা (সম্পূরক বৃত্তি) প্রদান ও ১ জুলাই ২০২৫ থেকে কার্যকর করা; পাশাপাশি মুক্ত মঞ্চে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষার্থীদের অবহিত করা।
২. বিশ্ববিদ্যালয়ের সাত একর নিজস্ব জমিতে এক মাসের মধ্যে অস্থায়ী আবাসন নির্মাণকাজ শুরু করে ছয় মাসের মধ্যে তা সম্পন্ন করা।
৩. পূর্বের স্মারকলিপির প্রেক্ষিতে তালিকাভুক্ত ছাত্রলীগের শিক্ষার্থী এবং নতুন তালিকায় ‘ফ্যাসিবাদের দোসর’ হিসেবে উল্লেখিত ৬৮ শিক্ষক ও ২৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ।
৪. বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে নিয়োগপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
৫. বিচারের পর স্বচ্ছ প্রক্রিয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন দ্রুত সম্পন্ন করা।

সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিলের মাধ্যমে শেষ হওয়া কাঁঠালতলার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম-আহ্বায়ক সুমন সরদার, মোস্তাফিজুর রহমান রুমিসহ নেতাকর্মীবৃন্দ।

91 Views

আরও পড়ুন

কুড়িগ্রামের রৌমারীতে ননদ-ভাবি প্রেমে আবদ্ধ, বিয়ের দাবিতে অনশন

আজ থেকে শুরু হচ্ছে ডাকসু নির্বাচনের মনোনয়ন সংগ্রহ

কাপাসিয়ায় চাঁদা দাবির মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

সাত কলেজ সমস্যার সমাধান এখনো বাকি : উত্তরণের পথ একটাই–অধ্যাদেশ জারি

বিজিবির কাছে আরকান আর্মি সদস্যের অস্ত্রসহ আত্মসমর্পণ !! 

বাংলাবাজারে সিটি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

শান্তিগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি

দোয়ারাবাজারে শিশু ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

বোয়ালখালীতে সেনাবাহিনীর অভিযানে ইয়াবার ডিলার সাজ্জাদ হোসেন হিরু ইয়াবাসহ আটক

কাপাসিয়ায় ‎সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

গর্জনিয়াকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত।

শ্রীবরদীতে তারেক রহমানের নির্দেশে সেই ভাইরাল স্বামী-স্ত্রীকে আর্থিক সহায়তা প্রদান