মোসাঃতানজিলা, ঢাকা জেলা, প্রতিনিধি
প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ জারির কালক্ষেপণে আবারও কঠোর কর্মসূচির কথা জানিয়েছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
গত ২৭ জুলাই প্রকাশিত একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে একথা জানান তারা।
বিজ্ঞপ্তিত বলা হয়, ৫ ই আগস্ট অধ্যাদেশ জারি না হলে তারা কঠোর কর্মসূচির দিকে ধাবিত হবেন।কসসসমস
এর আগে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় গঠন প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি নিয়ে গত ২৪ জুন ইউজিসি তে সকল শিক্ষার্থীদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ২৪ এর জুলাই এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চূড়ান্ত বিজয়ের দিনে অর্থাৎ আগামী ৫ আগস্ট ২০২৫ খ্রি. ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি করে আরেকটি বিজয়ের সূচনা করার দাবি জানিয়েছিলেন সাত কলেজ শিক্ষার্থীরা। এরই প্রেক্ষাপটে তারা একথা বলেন।
তারা আরও জানান, গত ১৭ মে, ২০২৫ এ ইডেন মহিলা কলেজে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে অধ্যাদেশ জারি নিয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে একমাস সময় বেঁধে দিয়েছিলো কিন্তু কর্তৃপক্ষ কর্তৃক আশানুরূপ কোন ফলাফল না পাওয়ায় শিক্ষার্থীরা হতাশা প্রকাশ করেন এবং পরবর্তী মিটিংয়ে ৫ আগস্টের কথা বলেন।
এছাড়া অধ্যাদেশ না হওয়ায় বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা জীবন নানাভাবে ব্যাহত হচ্ছে বলেও জানান তারা। পরিচয়হীনতার মত তীব্র সংকট পরিস্থিতিতে অধ্যাদেশ দ্রুত জারি না হলে কঠোর কর্মসূচি পালন অব্যাহত রাখবেন বলে আহ্বান জানিয়েছেন সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিম ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০