নিজস্ব প্রতিবেদক
হাটহাজারীর উত্তর মাদার্শা জীবন চৌধুরী বাড়ির তারতীলুল কোরআন একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রতিষ্ঠানের সভাপতি মাওলানা মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক এবং নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ২০২৫ সালের কলেজ পর্যায়ের বিভাগীয় শ্রেষ্ঠ গুণী শিক্ষক এবং নৌবাহিনী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল। আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল চৌধুরী।
পেশাগত জীবনে স্ব-স্ব ক্ষেত্রে অবদান রাখার জন্য হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ ফরিদুদ্দিন এবং ২০২৫ সালের চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ গুণী কলেজ শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ইকবালকে তারতীলুল কোরআন একাডেমির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক ডক্টর ফরিদুদ্দিন বলেন, আধুনিক এবং ন্যায়পাল সমাজ বিনির্মাণে কোরআনের উপর গবেষণার কোন বিকল্প নেই। কোরআনের প্রকৃত জ্ঞান নাই বলে আজকে সমাজের বিভিন্ন স্তরে স্তরে অন্যায়, দুর্নীতি বাসা বেঁধেছে।
বিশেষ অতিথি অধ্যাপক মোহাম্মদ ইকবাল বলেন, ছোটকাল থেকে যারা ধর্মীয় শিক্ষা গ্রহণ করে এবং তা জীবনে নিজেদের মধ্যে লালন করে তারা কখনো ন্যায়ের পথ হারায় না।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুনুর রশিদ চৌধুরী, সদস্য আরিফ, হাবিব, শামসুল আলম, সেলিম, দেলোয়ার, মোজাম্মেল প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০