মুহা. ইকবাল আজাদ, ঢাকা।
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সহায়তা ক্যাম্প’ এর স্বেচ্ছাসেবকদের ডাকসু থেকে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ বিকেলে ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন শিক্ষার্থীদের মাঝে এসব বিতরণ করেন। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা করার ফলে বিকেলে ডাকসু ভবনের ছাদে স্বেচ্ছাসেবকদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অচেনা হয়ে থাকে। ফলে সবার ভর্তি পরীক্ষার সিট নিয়ে বিভ্রান্তি পোহাতে হয়। শিক্ষার্থীদের সমস্যা লাগব করতে ভর্তি পরীক্ষার সময় নির্দিষ্ট ৫ দিনের স্বেচ্ছাসেবক ক্যাম্প গড়ে তুলেন আখতার। স্বেচ্ছাসেবকগণ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে দাঁড়িয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের দিকনির্দেশনা দিয়েছেন।
প্রতি বছর ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় বিভিন্ন সংগঠন কাজ করে থাকে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি বিভিন্ন জেলা-উপজেলা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো শিক্ষার্থীদের সহায়তায় নিয়োজিত থাকে। তার ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সহায়তার জন্য ডাকসু থেকে স্বেচ্ছাসেবকের আহবান করেন আখতার। সূত্রমতে ‘ডাকসু এডমিশন টেস্ট হেল্প ক্যাম্প’ এ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।