ফাতেমা পলি, নোবিপ্রবি :
বাংলাদেশ সরকারের ICT ডিভিশন কতৃক আয়োজিত দেশের সবচেয়ে বড় বিজনেস আইডিয়া কম্পিটিশন STARTUP Chapter 2 এ নোয়াখালী অঞ্চলের সেরা ২ এ ইনস্টিটিউট অব ইনফরমেশন সায়েন্সস (আইআইএস) এর eduSolution টিম। সারা দেশের ২৫টি অঞ্চল থেকে ৭৫ টি টিম অংশগ্রহণ করে ন্যাশনাল ক্যাম্প এ। গত ২১ তারিখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছিল আঞ্চলিক রাউন্ড।
এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩০টির বেশি দল অংশগ্রহণ করেছিল। আইআইএস এর eduSolution টিম সেরা ২ এ নির্বাচিত হয়ে ন্যাশনাল ক্যাম্প এবং জাতীয় পযার্য়ে কম্পিটিশন করার সুযোগ লাভ করলো।
eduSolution এর টিম এ আছেন আইআইএস এর তিন শিক্ষার্থী তৌহিদুর রহমান আদিল, শাহনেওয়াজ ইসলাম প্রান্তি এবং ফাতেমা পলি।
বর্তমানে তারা সাভারে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট এ ৪ দিনের বুটক্যাম্পে অবস্থান করছেন।
উল্লেখ্য, বুটক্যাম্প পরবর্তী প্রতিযোগিতায় ৩০ টিম বাছাই করা হবে এবং চূড়ান্ত প্রতিযোগিতায় সেরা ১০টি টিমকে বাছাই করা হবে।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০