জসিম উদ্দিন, ঢাবি।
সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির(ঢাবি) কার্যনির্বাহী কমিটি ২০১৯-২০ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদিয়া জামান এবং সাধারণ সম্পাদক হয়েছেন উক্ত বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মহসীন আলম শুভ্র।
সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটির চীফ মডারেটর অধ্যাপক ড.জিনাত হুদা এবং মডারেটর অধ্যাপক ড.আ ক ম জামাল উদ্দীন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি গত ১০ মার্চ প্রকাশ করা হয়।
২০১৯-২০২১ কার্যনির্বাহী কমিটি :
সভাপতি: সাদিয়া বিনতে জামান
সহ-সভাপতি : আলমাছ সেক
সহ-সভাপতি : মোঃ আরমান
সহ-সভাপতি :আশফাক ফেরদৌস
সহ-সভাপতি : মোঃ তানজিম
সাধারণ সম্পাদক: মহসীন আলম শুভ্র
যুগ্ম সাধারণ সম্পাদক : মোঃ শোয়াইব (৪র্থ বর্ষ)
যুগ্ম সাধারণ সম্পাদক : সাবরিনা স্বর্ণা
যুগ্ম সাধারণ সম্পাদক : আকরাম হোসাইন
যুগ্ম সাধারণ সম্পাদক: সুশীল মালাকার
সাংগঠনিক সম্পাদক,: মাহবুবা শান্তা
সংগঠনিক সম্পাদক : মোঃ জসিম উদ্দিন
সাংগঠনিক সম্পাদক : সামসুল আরেফিন সেজান
দপ্তর সম্পাদক: তাফহিমুল ইসলাম
উপ-দপ্তর সম্পদাক: মোঃ সাব্বির হোসেন
প্রচার ও প্রকাশনা সম্পাদকঃ তাহমিদ-উল ইসলাম
উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: আদনান পারভেজ সাগর
অর্থ সম্পাদক: ইসরাত সুলতানা নিশি
প্রশিক্ষণ ও লিঁয়াজো সম্পাদক: আবু রায়হান
শিক্ষা ও পাঠচক্র সম্পাদক: রাইসুল ইসলাম
অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক: মোঃ নাবিল
কার্যকরী সদস্য:
১. মোঃ শাহরিয়ার হাসান
২. অওশিক ইনতেছার পরাগ
৩. মাহমুদুল হাসান মাসুম
৪. নাজমুল হাসান জারিফ
৫. আবুজর গিফারী ইফাত
৬. রাশেদুল ইসলাম রাশেদ
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মহসীন আলম শুভ্র বলেন, সোশিওলজিক্যাল ডিবেটিং সোসাইটি ‘যুক্তির সাথে, প্রগতির পথে’ এই স্লোগানকে ধারণ করে। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে নব উদ্যোমে কাজ শুরু হবে এবং প্রগতিশীলতার চর্চা আর বেগবান হবে।
এনভি/ঢাবি/নিশাদ