স্টাফ রিপোর্টার:
যথাযোগ্য মর্যাদায় সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ পালিত হয়েছে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস তথা বাংলাদেশের সুবর্ণজয়ন্তীর সাথে সামঞ্জস্যপূর্ণ পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে প্রতিষ্ঠানকে সুসজ্জিত করা হয়।
এ উপলক্ষে শনিবার ক্যাম্পাসে আলোচনা সভা, সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনা, রচনা, কুইজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করা হয়।
দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল আবু হায়দার মো. আসাদুজ্জামান (পিএইচডি) বলেন,বাঙালির মহাজাগরণের পথিকৃৎ, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ও মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন বাঙালির অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করেছেন।
তিনি সকলকে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশপ্রেমে উদৃদ্ধ থেকে ও মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে লালন করে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে উঠার মাধ্যমে দেশগঠনে ভূমিকা রাখার আহবান জানান।
তিনি আরো বলেন, এর মাধ্যমেই সার্থক হবে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে শহিদদের আত্মত্যাগ আর অগণিত মানুষের অবর্ণনীয় ত্যাগ-তিতিক্ষা। এছাড়া মহান স্বাধীনতা দিবস পালনের মধ্য দিয়ে বাংলাদেশের প্রকৃত ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও অর্জন প্রজন্ম থেকে প্রজন্মের কাছে তুলে ধরলেই অর্থবহ হবে মহান স্বাধীনতা দিবসের সব আনুষ্ঠানিকতা।
আলোচনা সভায় মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা।
স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত রচনা, কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ।
দিনব্যাফী নানা অনুষ্ঠানে ও আলোচনা সভায় উপাধ্যক্ষ,শিক্ষকম-লী, শিক্ষার্থী ও কর্মচারীগণ প্রমুখ উপস্থিত ছিলেন।