ঢাকাশুক্রবার , ৯ মে ২০২৫
  1. সর্বশেষ

সিরাজগঞ্জ পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ: ছয় দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২০ মার্চ ২০২৫, ৭:০২ অপরাহ্ণ

Link Copied!

——–
জি.এম টুটুল,সিরাজগঞ্জ থেকে —

সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য নির্ধারিত ৩০ শতাংশ কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ মিছিল করেছে। বৃহস্পতিবার ( ২০/৩/২০২৫) দুপুরে ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে শুরু হওয়া মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে স্বারকলিপি প্রদান করার মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈষম্যের অবসান ঘটানোর দাবিতে বিভিন্ন স্লোগান দেন। তাঁদের দাবি, গত মঙ্গলবার সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ৩০ শতাংশ কোটা রাখা হয়েছে ক্রাফট ইনস্ট্রাক্টরদের জন্য, যা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বড় ধরনের বঞ্চনা সৃষ্টি করবে।

সিভিল ডিপার্টমেন্টের শিক্ষার্থী হাবিবুল্লাহ শেখ বলেন, “জুনিয়র ইনস্ট্রাক্টর পদটি সবসময় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য বরাদ্দ ছিল। কিন্তু আদালতের রায়ে নন-টেকনিক্যালদের জন্য কোটা বরাদ্দ করা হয়েছে, যা চরম বৈষম্যের শামিল। আমরা এই সিদ্ধান্ত অবিলম্বে বাতিলের দাবি জানাই, অন্যথায় আরো কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবো।”

শিক্ষার্থীদের ছয় দফা দাবি হলো:

1️⃣ জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদে কেবলমাত্র ডিপ্লোমা প্রকৌশল ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে।
2️⃣ ক্রাফট ইনস্ট্রাক্টরসহ দেশের সব কারিগরি পদে কেবলমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের নিয়োগ নিশ্চিত করতে হবে।
3️⃣ কারিগরি শিক্ষার প্রসার বাড়াতে প্রতিটি বিভাগীয় শহরে একটি করে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।
4️⃣ পলিটেকনিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে।
5️⃣ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীদের আবেদন করার সুযোগ দিতে হবে।
6️⃣ বেসরকারি খাতে ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করতে হবে।

শিক্ষার্থীরা জানান, তাদের দাবিগুলো পূরণ না হলে তারা আরও কঠোর আন্দোলনের দিকে যাবে। জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি জমা দেওয়ার সময় পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

343 Views

আরও পড়ুন

স্ক্যাবিস: প্রতিরোধে জনসচেতনতা প্রয়োজন

বিশ্বম্ভরপুরে ইউএনও এর বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের প্রতিবাদে সাংবাদ সম্মেলন

টেকনাফে পৃথক অভিযানে২০হাজার ইয়াবা উদ্ধার,রোহিঙ্গাসহ আটক-২

মহেশখালীতে যুবদল কর্মী খু’ন

শান্তিগঞ্জে পাইকাপন ফুলবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্হায়ী ক্যাম্পাস দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

বোয়ালখালীতে কাব স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের মহা তাঁবু জলসা সম্পন্ন

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বোয়ালখালী শাখার সম্মেলন

অর্থাভাবে ভর্তি না হতে পারা শিক্ষার্থীর পাশে জবি ছাত্রদল নেতা বাসিত

টেকনাফে পৃথক অভিযানে পৌনে৪কোটি টাকার মাদকদ্রব্যসহ আটক-২,সিন্ডিকেটের অপর সদস্যরা অধরা

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সঃ জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি!