ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

শেষ হয়েছে হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-রাবি’র উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৫, ৮:৪৯ পূর্বাহ্ণ

Link Copied!

রাবি প্রতিনিধি :

শেষ হয়েছে হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প

হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দুই দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প- ২০২৫ এর আয়োজন করেছে।

গতকাল বুধবার ও আজ বৃহস্পতিবার (১০ ও ১১ সেপ্টেম্বর) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমি ভবনের দক্ষিণে ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
দুইদিনে প্রায় ৪০০০ শিক্ষার্থীকে ফ্রি পেপসোডেন্ট, প্রায় ১৫০০ শিক্ষার্থীকে ডেন্টাল চেকাপ, প্রায় ৫০০ জন শিক্ষার্থীকে ব্লাড গ্লুকোজ টেস্ট, প্রায় ১০০০ শিক্ষার্থীকে ব্লাড প্রেসার ও ২০০০ এর অধিক শিক্ষার্থীর উচ্চতা ও ওজন মেপে দেওয়া হয়।

এই প্রোগ্রামের ডেন্টাল সাপোর্ট দেয় পেপসোডেন্ট যেখানে ছিল ৪ জন ডেন্টিস্ট ও ফ্রি পেপসোডেন্ট এবং কিট ও টেকনিশিয়ান সাপোর্ট দেয় ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী।

সংগঠনটির সভাপতি আরিফুল ইসলাম বলেন, হেল্থ অ্যান্ড ফুড সেফটি অ্যাসোসিয়েশন-রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সুস্বাস্থ্য ও নিরাপদ খাদ্য নিয়ে কাজ করে। আমরা ফ্রি হেল্থ ক্যাম্পে যথেষ্ট সাড়া পেয়েছি। আমরা চেষ্টা করেছি শিক্ষার্থীরা যে স্বাস্থ্য সচেতন হয়।

তিনি আরো বলেন, ফ্রি হেল্থ ক্যাম্প বিশ্ববিদ্যালয়ে আমরাই প্রথম করেছি। সামনে ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো। প্রশাসনের সহযোগিতা পেলে আমরা আরো শিক্ষার্থীদের সুস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা নিয়ে ভালো আয়োজন করতে পারবো। যে শিক্ষার্থীরা সুস্থ থাকতে পারে। সুস্থতা শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। সামনে শিক্ষার্থীবান্ধব স্বাস্থ্য সচেতনতা ও খাদ্য নিরাপত্তা নিয়ে আমরা আমাদের কার্যক্রম চলমান রাখবো।

সংগঠনটির সহ সভাপতি আহসান হাবিব বলেন “ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য চিকিৎসা সেবার প্রাপ্তি পর্যাপ্ত না। সেজন্য আমরা শিক্ষার্থীদের জন্য যতটুকু সম্ভব চিকিৎসা সেবা দিতে চেষ্টা করছি। সবার সহযোগিতা পেলে, আমরা বৃহৎ পরিসরে কাজ করতে পারবো।”

হেল্থ ক্যাম্প-২০২৫ এর কিট ও হেল্থ পার্টনার হিসেবে ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী যুক্ত ছিলেন।

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় সেরা বিদ্যালয়, শিক্ষক ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান ‎

দোয়ারাবাজারে মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টে বোগলাবাজার ইউনিয়ন চ্যাম্পিয়ন

ঘূর্ণিঝড় “সেনিয়ার” আতঙ্ক!

অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন ১০৩ চিকিৎসক

অনির্দিষ্টকালের জন্য এনআইডির সকল সেবা বন্ধ

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস