
ইবি প্রতিনিধি :
প্রতিষ্ঠার ৪৪ বছরেও শিক্ষার্থীদের পরীক্ষা ফি সহ সবধরনের ফি জমা দিতে হতো সনাতনী পদ্ধতিতে। ফলে ঘন্টার পর ঘন্টা লাইনে দাড়িয়ে ভোগান্তিতে পড়তো শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের এ ভোগান্তি কমাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে চালু হয়েছে স্টুডেন্টস ই-পেমেন্ট।
বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২ টার দিকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় এই অনলাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ.এম. আলী হাসান ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ। এছারাও আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকের পিএলসি শাখার এজিএম সাবিনা সুলতানা এবং ব্যাংকের ঢাকা শাখার আইটি ডিভিশনের জি এম শাহিনুর রহমান উপস্থিত ছিলেন।
আধুনিক অনলাইন পেমেন্ট সিস্টেমের উদ্বোধনের পর প্রেজেন্টেশনের মাধ্যমে ভিডিও চিত্র দেখানো হয়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্য থেকে একজনের পেমেন্ট সম্পন্ন করার মধ্য দিয়ে যাত্রা শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল পেমেন্ট সিস্টেম।
তবে ই-পেমেন্টের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় ফি জমা দেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রথমে প্লে-স্টোর বা এপ-স্টোর থেকে অগ্রণী ব্যাংক নামের অ্যাপ ডাউনলোড করতে হবে।
অ্যাপ চালু করে নিজের বিভাগ, ডিপার্টমেন্ট ও রোল দিয়ে সাবমিট করলে একটা ওটিপি কোড আসবে। পরে কোডটা দিয়ে স্থায়ী রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের। রেজিস্ট্রেশন সম্পন্ন হলে নিজস্ব পাসওয়ার্ড দিয়ে যেকোনো সময় লগ ইন করে সেবা নিতে পারবে শিক্ষার্থীরা।
এবিষয়ে উপস্থিত বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা দিলেন তখন এটি আমাদের কাছে অকল্পনীয় বিষয় ছিলো। এখন তিনি এটিকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছেন। প্রধানমন্ত্রীর যে স্মার্ট বাংলাদেশের ভিশন, আমাদের সে ভিশন অনুযায়ী এগুতে হবে। কেননা আমরা জানি ২০৪১ সালের ভিশন অনুযায়ী আমাদের ক্যাশলেস এবং পেপারলেস সোসাইটি গঠন করতে হবে। আমরা এই ই-পেমেন্ট এর মধ্য দিয়ে এই ভিশনের দিকে আরও একধাপ এগিয়ে গেলাম।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০