ঢাকামঙ্গলবার , ২৫ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

শিক্ষার্থীদের ওপর হামলাকারী শিপনকে অতিথি ববি প্রশাসনের

প্রতিবেদক
admin
২৩ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৪ পূর্বাহ্ণ

Link Copied!

ববি প্রতিনিধি

বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক যুগপূর্তি ও নবীন বরণ
অনুষ্ঠানে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকায় বিভিন্ন মেসে শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্বে থাকা বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক কাওছার হোসেন শিপন কে অতিথি করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থীরা।

বুধবার (২২শে ফেব্রুয়ারী) অনুষ্ঠানের প্রথম সারিতে কাওছার হোসেন শিপন এর বসে থাকা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের দানা বাঁধে।

এ নিয়ে কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, রুপাতলি হাউজিং এলাকায় মধ্যরাতে ঘুমন্ত শিক্ষার্থীদের ওপর হামলায় শিপন ওতোপ্রতভাবে জড়িত ছিলো৷তিনি শিক্ষার্থীদের রক্ত জড়িয়েছে। তাকে বিশ্ববিদ্যালয়ের এমন একটি অনুষ্ঠানে অতিথি করার বিষয়টি শিক্ষার্থীদের ক্ষুদ্ধ করে তুলেছে। অনেকেই বিকেলের সাংস্কৃতিক অনুষ্ঠান বয়কটের ডাক দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের শামীম আহসান নামের এক শিক্ষার্থী বলেন, কালো রাত্রির খল নায়ক কে বরিশাল বিশ্ববিদ্যালয়ে আমন্ত্রণ করায় উপাচার্যের কারণ দর্শানো উচিত। আমার প্রাণের বিশ্ববিদ্যালয় কে ভাবমূর্তি শূন্য করে তলানিতে নামিয়ে দিয়েছে এই অযোগ্য উপাচার্য।

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক শিক্ষার্থী বলেন, আমার ভাইদের রক্তের দাম কি এতোই সস্তা? যে ব্যক্তির নেতৃত্বে আমার ভাইদের উপর কাল রাত নেমে এসেছিল সে আজ আমাদের ক্যাম্পাসে অতিথি হয় কেমন করে? যে ব্যক্তির ইশারায় সেদিন বরিশাল অঞ্চলের র্যাব, পুলিশ ৪৫ মিনিট ধরে ফোন রিসিভ করে নি সে কেনই বা আজ আমাদের ক্যাম্পাসে? বিশ্ববিদ্যালয় প্রশাসন পারবে এর সঠিক জবাব দিতে?

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন বলেন, এ মুহূর্তে এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারী (বুধবার) ২০২১ সালে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর মধ্যরাতে তিন আওয়ামী লীগ নেতার নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবি করেছে শিক্ষার্থীরা। তাদের মতে, হামলায় নেতৃত্ব দেন বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামী লীগের শ্রম সম্পাদক কাওছার হোসেন শিপন, বরিশাল পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম মানিক এবং তেল মামুন নামের একজনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতা ও অর্ধশতাধিক ‘সন্ত্রাসী বাহিনী’।

ওই দিন রাতে ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকায় বিভিন্ন মেসে শিক্ষার্থীদের ওপর হামলা চালানো হয়।

আরও পড়ুন

চকরিয়ার হারবাংয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মারধরের অভিযোগে চবি ছাত্রদলের তিন নেতাকে শোকজ

আঞ্চলিক জোট গঠন ও সমতার ভিত্তিতে পররাষ্ট্রনীতি ঘোষণা করেন জিয়া

গলায় পা দিয়ে চেপে ধরে মেজর সিনহার মৃত্যু নিশ্চিত করে ওসি প্রদীপ

দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও জোর করে ফ্লোর পার্টি করছে ইডেনের আবাসিক কিছু শিক্ষার্থী

নাশকতার মামলায় আ’লীগ নেতাদের সাথে জামায়াত নেতার নাম, প্রতিবাদে থানাগেটে বিক্ষোভ

টেকনাফে গহীন পাহাড়ে যৌথ সাঁড়াশি অভিযান,সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা ধ্বংস

সার ডিলার লাইসেন্স বহাল রাখার দাবিতে দোয়ারাবাজারে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

দোয়ারাবাজারে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বিরোধী সচেতনতামূলক সভা

ভূমিকম্পে ইডেন কলেজের হাসনা বেগম হলে দেয়াল খসে পড়ায় শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক, গভীর রাতে হলের নিচে শিক্ষার্থীদের অবস্থান

টেকনাফে আদালত ভবন স্থাপনের ঘোষণা দিলেন বিএনপি’র প্রার্থী শাহজাহান চৌধুরী

যথাসময়ে নির্বাচন হতে হবে,নয়তো দেশে সংকট তৈরি হবে-আমীরে জামায়াত