শিক্ষার্থীদের উপর নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন
মোঃ আবু সঈদ, স্টাফ রিপোর্টারঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর বহিরাগতদের নৃশংস সন্ত্রাসী হামলার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন করেছে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টায় শান্তিগঞ্জের সুবিপ্রাবি'র অস্থায়ী ক্যাম্পাস-২ (ল্যাব) থেকে শিক্ষার্থীরা মিছিলসহকারে শান্তিগঞ্জ বাজারে এসে মানববন্ধনে মিলিত হন।
এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন সুবিপ্রাবি'র পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাকবিল এইচ এস চৌধুরী, জিসানুল হক রিমন, সিএসই বিভাগের জাকারিয়া নাঈম, মাহফুজা আক্তার এবং গণিত বিভাগের আব্দুর রহমান নিশাদসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা কোনোভাবেই কাম্য নয়। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
সম্পাদক ও প্রকাশক: রফিকুল ইসলাম
দক্ষিণ কেরানীগঞ্জ, ঢাকা-১৩১০