আব্দুল্লাহ আল নাঈম, চবি প্রতিবেদক:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ অক্টোবর। চাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠতে শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। সেই সাথে আনন্দ আর উল্লাসে মেতে উঠতে শুরু করেছে ক্যাম্পাসে শিক্ষার্থীরা।
এরআগে গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের আচরণ বিধি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনের আয়োজন বাস্তবায়নকারী প্রতিষ্ঠান চাকসু নির্বাচন কমিশন এক মতবিনিময় সভায় এ তথ্য জানায়।
সে সময় কমিশন ১৭টি আচরণবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন। কমিশন তার প্রদানকৃত বিধির ৯নং পয়েন্টের ক ও খ অনুচ্ছেদে— অনুদান, খাদ্য পরিবেশন, বকশিস্ বা উপঢৌকন প্রদান এবং পোশাকে প্রচারণামূলক নীতির বিষয়ে বলেছেন, কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো সংগঠন, কোনো ব্যক্তি বা গোষ্ঠী নির্বাচনকে লক্ষ্য করে বা কেন্দ্র করে বছরব্যাপী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো শিক্ষার্থী, সংগঠন বা কোনো প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান, আর্থিক লেনদেন ইত্যাদি করতে পারবে না।
কমিশন বিধিতে আরো বলেছেন, নির্বাচনী প্রচার চলাকালে ও নির্বাচনের দিন ভোটারদের কোনোরূপ পানীয় বা খাদ্য পরিবেশন করা যাবে না। করলে সেটি স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন বলে বিবেচিত হবে।
অন্যদিকে, চাকসুর নির্বাচনী আচরণবিধির ১৭ নং অনুচ্ছেদে দণ্ড ও মানী পানিশমেন্টের বিষয়ে ইঙ্গিত করে বলেছে, কোন প্রার্থী বা তার পক্ষে কেউ এসব নির্বাচনী আচরণ নীতি ভঙ্গ করলে সর্বোচ্চ ২০ হাজার টাকা জরিমানা, প্রার্থীতা বাতিল অথবা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার অথবা রাষ্ট্রীয় কিংবা বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী প্রার্থী অন্য যে কোনো দণ্ডে দণ্ডিত হবে।