ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

রোভার স্কাউটদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন এমসি কলেজের সাবেক অধ্যক্ষ

প্রতিবেদক
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৫, ৯:৩৪ অপরাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মুরারিচাঁদ (এমসি) কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজের অবসরোত্তর ছুটিতে গমন উপলক্ষে শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেছে কলেজের রোভার স্কাউট গ্রুপ।

শনিবার (২১ জুন) সকালে কলেজের কলাভবনের ২০৬ নং কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে অধ্যক্ষের কর্মময় জীবনের স্মৃতিচারণ ও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করেন বর্তমান ও প্রাক্তন রোভার সদস্যরা। প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের সাবেক সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেন।

এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক (উডব্যাজার) আব্দুল খালেকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন- মুরারিচাঁদ কলেজ রোভার স্কাউট গ্রুপের ভারপ্রাপ্ত সভাপতি ও মুরারিচাঁদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আকমল হোসেন।

এসময় তিনি বলেন, অধ্যক্ষ আবুল আনাম মোঃ রিয়াজ কেবল একজন প্রশাসকই ছিলেন না, তিনি ছিলেন ছাত্রছাত্রীদের জন্য এক মহান অভিভাবক ও পথপ্রদর্শক। তাঁর স্নেহ, দিকনির্দেশনা এবং কলেজে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে তাঁর অবদান ভুলার নয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- এমসি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ গিয়াস উদ্দিন এবং দুর্নীতি দমন কমিশন সিলেটের পি.পি. অ্যাডভোকেট নাহিদা চৌধুরী।

এসময় আরো বক্তব্য রাখেন বর্তমান RSL (রোভার স্কাউট লিডার) ফৌজিয়া আজিজ, শেখ মো. নজরুল ইসলাম, শাহনাজ বেগম, মো. উস্তার আলী।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন রোভার অনুশুয়া অতসী এবং রুবেল ফারহিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত নিয়ে আসেন ফরিদ উদ্দিন, গীতা পাঠ করেন লিমা দাস এবং স্বাগত বক্তব্য রাখেন রোভার স্কাউট গ্রুপের ক্রু-কাউন্সিল সভাপতি রুহেল আহমেদ।

এসময় অনুভূতি প্রকাশ করেন রোভার স্কাউট গ্রুপের বর্তমান রোভার রুনু আক্তার, মমিনুল ইসলাম, সুমাইয়া আক্তার।

অনুষ্ঠানে প্রাক্তন রোভার স্কাউট সদস্যদের মধ্যে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন- স্বপন চন্দ্র নাথ, মো. এমদাদুল হক সিদ্দিকী, ফারুক আহমেদ খান মনি, ফুজায়েল আহমেদ, এড. মোস্তাকিম আহমেদ কাউছার, সোহেল মিয়া, সাইফুল ইসলাম, মো. জুনেদ আহমেদ, শেফুল মিয়া, মো. সাইফুর রহমান, ওয়াহিদা পারভীন ফারহানা, এড. মনিকা আক্তার, তাহমিদুর রহমান, গোলাম কিবরিয়া, আন্নামা চৌধুরী, আমিনা চৌধুরী, সেলিম মাহমুদ প্রমুখ।

সংবর্ধিত অতিথি প্রফেসর আবুল আনাম মোঃ রিয়াজ এমসি কলেজে তাঁর কর্মজীবনের বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “রোভার স্কাউটরা সর্বদা শৃঙ্খলা ও মানবতার প্রতীক। তাদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানবিক গুণাবলি অর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। তাহলেই ভালো থাকবো আমরা, ভালো থাকবে বাংলাদেশ।” তিনি সকলের প্রতি তাঁর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী অধ্যক্ষকে এমসি কলেজ রোভার স্কাউট গ্রুপের পক্ষ থেকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। এক আবেগঘন ও আন্তরিক পরিবেশে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়।

380 Views

আরও পড়ুন

সুনামগঞ্জ-০৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন ব্যারিষ্টার আনোয়ার হোসেন

ঘটমাঝি ইউনিয়নের মানুষের আস্থার নাম আক্তার হোসেন

রাজনৈতিক সহনশীলতা ও উদারতার অনন্য দৃষ্টান্ত

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে খাদে পড়া বাসের চাপায় মা-মেয়ে নিহত

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মোফাজ্জল–সামিন

সুন্দরবনে অবৈধ মাছ ধরা রোধে অভিযান চলমান

মোয়াজ্জেম ছদ্মবেশী হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারকে নিরাপদ শহর গড়ে তুলা হবে- র‍্যাব সিও কামরুল হাসান

শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

সাগরপথে পাচারকালে নারী-শিশুসহ২৯জনকে উদ্ধার,মানব পাচার চক্রের তিন সদস্য আটক

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ।।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থীতা চেয়ে মতবিনিময় সভায় অংশ নিলেন এম এ মালেক খান