আল মাহমুদ বিজয় (রাবি প্রতিনিধি) :
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রথম হল হিসেবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে আনুষ্ঠানিক ভাবে লিফট চালু হলো।
রবিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এ লিফট উদ্বোধন করেন ফজিলাতুন্নেছা হলের প্রাধ্যক্ষ ড. মোসা. ফারজানা কাইয়ুম কেয়া।
এ বিষয়ে জানতে চাইলে হলের হাউস টিউটর ড. মনি কৃষ্ণ মোহন্তা বলেন, ” শিক্ষার্থীদের ছয় তালা সিড়ি দিয়ে উপরে উঠতে অনেক কষ্ট হয়। তাই বিশ্ববিদ্যালয়ের প্রসাশনের কাছে অনেক আগেই আমরা একটি লিফট দাবি করেছি। তারই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার আমাদের হলে লিফটের ব্যবস্থা করে দিয়েছেন এজন্য আমরা খুব খুশি। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীদের কষ্ঠ লাগব হবে। ”
ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থী সামজানা রহমান বলেন, ” আমি দ্বিতীয় শিক্ষাবর্ষের শিক্ষার্থী হওয়ায় এখনো হলে উঠতে পারিনি, সীট পাইনি। সীট পেলে খুব খুশি হতাম। কিন্তু শুনে অবশ্যই অনেক ভালো লেগেছে যে, প্রথম হল হিসেবে আমার হলে লিফট ব্যবস্থা চালু হলো। এটা সত্যিই আনন্দদায়ক হলে থাকলে হয়তো আনন্দটা আরোও বেশি লাগতো। “