ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাবি’র একাডেমিক ভবনের দেয়ালগুলো বিজ্ঞাপনী পোস্টারে ছেয়ে গেছে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ

Link Copied!

আল মাহমুদ বিজয়,(রাবি প্রতিনিধি):

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ভবনের দেয়ালগুলোতে লাগামহীনভাবে লাগানো হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনী পোস্টার। এতে করে ভবনগুলোর সৌন্দর্যহানি ঘটার পাশাপাশি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ড. মো. শহীদুল্লাহ একাডেমিক ভবন ও মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সামনের এবং গেটের দেয়ালগুলো বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপনে ছেয়ে গেছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি অনুষদ ভবনে এমন লাগামহীনভাবে পোস্টার লাগানোয় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শুধু এই দুটি একাডেমিক ভবনই নয়; বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন ও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের দেয়ালগুলোতেও লাগানো হয়েছে এসব বিজ্ঞাপনী পোস্টার।

শহীদুল্লাহ একাডেমিক ভবনের একজন গার্ড নাম প্রকাশ না করার শর্তে জানান, “রাতের বেলায় এসে পোস্টার লাগিয়ে চলে যায়। পরিচয় জানতে চাইলে বলে তারা আমাদের ক্যাম্পাসেরই। আমরা অনেক সময়ই মানা করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয় না।”

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদমান সাকিব চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ভবনের গেটের অভ্যন্তরে ও দেয়ালে যেভাবে নির্বিচারে অবিবেচনাপ্রসূত পোস্টার লাগানো হয়েছে সে বিষয়টা নিতান্ত নিন্দার উদ্রেক করে।এই ধরনের গর্হিত কাজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি।”

এদিকে, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান এ প্রসঙ্গে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের দেয়ালে এমনভানবে পোস্টার লাগানো কোনোভাবেই যৌক্তিক নয়। কার নির্দেশে তারা একেবারে ভবনের অভ্যন্তরে এবং দেয়ালের গেটে পোস্টার লাগাচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিষয়টি দেখে অনতিবিলম্বে এসব পোস্টার অপসারণের জন্য উদ্যোগ নেওয়া।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, “একাডেমিক ভবনের দেয়ালে এসব পোস্টার লাগানোর কোনো সুযোগ নেই। আমরা খোঁজ নিচ্ছি কারা এগুলো লাগাচ্ছে।”

আরও পড়ুন

‎শান্তিগঞ্জে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

চট্টগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্টারেক্টিভ ফ্লাট প্যানেল পরিচালনা প্রশিক্ষণ

৮ দলীয় সমাবেশে হুঁশিয়ারি: ‘ফ্যাসিবাদের ছায়া থাকলে রুখে দেওয়া হবে’

ইডেন কলেজে পরীক্ষা দিতে গিয়ে ব্যাগসহ ৬ জনের মোবাইল চুরি

‎শান্তিগঞ্জ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি সাংবাদিক কাজী মমতাজ ‎

কুবিতে প্রতিবর্তনের আয়োজনে নবান্ন উৎসব 

চবির চলচ্চিত্র সংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

‘অবৈধ কামাইয়ে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা : শিবির সেক্রেটারি

দোয়ারাবাজারে লিভার সিরোসিসে আক্রান্ত আব্দুন নূর — অসহায় পরিবারের বাঁচার আকুতি

কুড়িয়ে আনা বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে ইতিহাস গড়লো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ছাতকের দোলার বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে জনসংযোগ ও শীতবস্ত্র বিতরণ

চকরিয়ার নতুন ইউএনও শাহীন দেলোয়ারের যোগদান