ঢাকাশুক্রবার , ৭ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রাবি’র একাডেমিক ভবনের দেয়ালগুলো বিজ্ঞাপনী পোস্টারে ছেয়ে গেছে

প্রতিবেদক
নিউজ ডেস্ক
১২ আগস্ট ২০২৩, ১১:৫৯ অপরাহ্ণ

Link Copied!

আল মাহমুদ বিজয়,(রাবি প্রতিনিধি):

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ভবনের দেয়ালগুলোতে লাগামহীনভাবে লাগানো হচ্ছে বিভিন্ন বিজ্ঞাপনী পোস্টার। এতে করে ভবনগুলোর সৌন্দর্যহানি ঘটার পাশাপাশি একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ড. মো. শহীদুল্লাহ একাডেমিক ভবন ও মমতাজউদ্দিন একাডেমিক ভবনের সামনের এবং গেটের দেয়ালগুলো বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপনে ছেয়ে গেছে। একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দুটি অনুষদ ভবনে এমন লাগামহীনভাবে পোস্টার লাগানোয় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

শুধু এই দুটি একাডেমিক ভবনই নয়; বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন ও সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী একাডেমিক ভবনের দেয়ালগুলোতেও লাগানো হয়েছে এসব বিজ্ঞাপনী পোস্টার।

শহীদুল্লাহ একাডেমিক ভবনের একজন গার্ড নাম প্রকাশ না করার শর্তে জানান, “রাতের বেলায় এসে পোস্টার লাগিয়ে চলে যায়। পরিচয় জানতে চাইলে বলে তারা আমাদের ক্যাম্পাসেরই। আমরা অনেক সময়ই মানা করেছি, কিন্তু তাতেও কোনো কাজ হয় না।”

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদমান সাকিব চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি ভবনের গেটের অভ্যন্তরে ও দেয়ালে যেভাবে নির্বিচারে অবিবেচনাপ্রসূত পোস্টার লাগানো হয়েছে সে বিষয়টা নিতান্ত নিন্দার উদ্রেক করে।এই ধরনের গর্হিত কাজ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও সৌন্দর্য বিনষ্ট করে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি।”

এদিকে, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান এ প্রসঙ্গে বলেন, “একটি বিশ্ববিদ্যালয়ের দেয়ালে এমনভানবে পোস্টার লাগানো কোনোভাবেই যৌক্তিক নয়। কার নির্দেশে তারা একেবারে ভবনের অভ্যন্তরে এবং দেয়ালের গেটে পোস্টার লাগাচ্ছে? বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত বিষয়টি দেখে অনতিবিলম্বে এসব পোস্টার অপসারণের জন্য উদ্যোগ নেওয়া।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, “একাডেমিক ভবনের দেয়ালে এসব পোস্টার লাগানোর কোনো সুযোগ নেই। আমরা খোঁজ নিচ্ছি কারা এগুলো লাগাচ্ছে।”

335 Views

আরও পড়ুন

ঘটমাঝি ইউনিয়নের মানুষের আস্থার নাম আক্তার হোসেন

রাজনৈতিক সহনশীলতা ও উদারতার অনন্য দৃষ্টান্ত

টাংগুয়ার হাওরে ঘুরতে এসে খাদে পড়া বাসের চাপায় মা-মেয়ে নিহত

বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে মোফাজ্জল–সামিন

সুন্দরবনে অবৈধ মাছ ধরা রোধে অভিযান চলমান

মোয়াজ্জেম ছদ্মবেশী হত্যা মামলার আসামি গ্রেফতার

কক্সবাজারকে নিরাপদ শহর গড়ে তুলা হবে- র‍্যাব সিও কামরুল হাসান

শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভা

সাগরপথে পাচারকালে নারী-শিশুসহ২৯জনকে উদ্ধার,মানব পাচার চক্রের তিন সদস্য আটক

১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ।।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপি’র প্রার্থীতা চেয়ে মতবিনিময় সভায় অংশ নিলেন এম এ মালেক খান

শান্তিগঞ্জে সুবিপ্রবি’র স্হায়ী ক্যাম্পাস দ্রত বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা