আহসান হাবীব, রাবি
রাবিতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের নারী ও শিশু অধিকার বিষয়ক অঙ্গ সংগঠন ‘বহ্নিশিখা’র আয়োজনে আত্মরক্ষা কৌশল ও আত্মবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণের সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) বিকাল ৫ টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুরঞ্জন সমাদ্দার ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি)তে উক্ত প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবি’র উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস-বহ্নিশিখার এর প্রধান সমন্বয়ক জনাব আলমগীর কবির, প্রক্টর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. কনক আমিরুল ইসলাম, অধ্যাপক ড. মর্জিনা বেগম, অধ্যাপক ড. মোহাম্মদ জামিরুল ইসলাম, রেজিস্ট্রার ড. ইফতিখারুল আলম মাসউদ, অধ্যাপক ড. ফারাহা নওয়াজ।
এছাড়াও উপস্থিত ছিলেন, গ্রীন ভয়েস, রাবি’র
সাবেক সভাপতি আশিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান ছাত্র উপদেষ্টা মোঃ আহসান হাবিব সহ গ্রীন ভয়েস-বহ্নিশিখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৫০ জন প্রশিক্ষণপ্রাপ্ত বহ্নিরা উপস্থিত ছিলেন।