রাবি প্রতিনিধি :
বহ্নিশিখা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের “আত্মরক্ষা কৌশল ও আত্নবিশ্বাস উন্নয়ন প্রশিক্ষণ” কার্যক্রমের
দ্বিতীয় পর্বের উদ্বোধন হয়।
সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মহিলা জিমনেসিয়াম মাঠে এই কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এবং প্রক্টর ড. মাহবুবর রহমান, ছাত্র উপদেষ্টা ড. কনক আমিরুল ইসলাম, অধ্যাপক ড. মর্জিনা বেগম, গ্রীন ভয়েস, রাবি’র সাবেক সভাপতি আশিকুর রহমান অন্তর, সাধারণ সম্পাদক ও বর্তমান ছাত্র উপদেষ্টা মো: আহসান হাবিব, বর্তমান সভাপতি মাহিন আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, বহ্নিশিখা আহবায়ক তুহিনা। সাংগঠনিক সম্পাদক সাদিয়া ইসলাম প্রোগ্রাম সঞ্চালনা করেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের প্রায় ১২০ জন নারী শিক্ষার্থীরা বহ্নিশিখার “আত্মরক্ষা প্রশিক্ষণ ও আত্মবিশ্বাস উন্নয়ন” কার্যক্রমের প্রশিক্ষণ নিচ্ছেন। আগামী ৭ দিন ধরে এই প্রশিক্ষণ কার্যক্রম চলবে। উল্লেখ্য বহ্নিশিখা নারী শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকে।